ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পৃথ্বী-কোহলির ব্যাটে চালকের আসনে ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, অক্টোবর ৫, ২০১৮
পৃথ্বী-কোহলির ব্যাটে চালকের আসনে ভারত অভিষেকেই রেকর্ড গড়ে সেঞ্চুরি করার পর পৃথ্বী শ-ছবি: সংগৃহীত

স্কোর বোর্ডে মাত্র ৩ রান তুলতেই কেএল রাহুলের উইকেট হারানো ভারত যে দিনশেষে চালকের আসনে বসবে কে জানতো? ওই এক উইকেট হারানোর পর ওয়েস্ট ইন্ডিজের বোলারদের উপর রীতিমত ছড়ি ঘুরিয়েছেন ভারতীয় ব্যাটসম্যানরা। অভিষিক্ত পৃথ্বী শ’র রেকর্ড গড়া সেঞ্চুরি আর কোহলি-পুজারাদের দারুণ ব্যাটিংয়ে টেস্টের প্রথম দিনের লাগামটা তাই ভারতের হাতেই।

বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাজকোটে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে ৪ উইকেট হারিয়ে ৩৬৪ রান সংগ্রহ করেছে ভারত।
শুরুতেই ওপেনিং ব্যাটসম্যান রাহুলের (০) উইকেট হারানোর পর ২০৬ রানের জুটি গড়েছেন পৃথ্বী-পূজারা।

এর মাঝে অভিষেক টেস্টেই সেঞ্চুরি তুলে নিয়ে রেকর্ড বইয়ে স্থান করে নিয়েছেন ১৮ বছর বয়সী পৃথ্বী।  

ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব চেয়ে কম বয়সী টেস্ট সেঞ্চুরিয়ান এখন পৃথ্বী। এছাড়া কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পর তিনি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যিনি অভিষেক ম্যাচেই সেঞ্চুরি হাঁকালেন।

বিশ্ব ক্রিকেটে চতুর্থ ক্রিকেটার হিসেবে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি হাঁকান পৃথ্বী। এছাড়া সব চেয়ে কম বল খেলে অভিষেকে সেঞ্চুরি করাদের মধ্যে তিনি দ্বিতীয় নম্বরে আছেন। ৯৮ বলে ১০০ করা শ শেষ পর্যন্ত ১৩৪ রানে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার দেবেন্দ্র বিশুর বলে রিটার্ন ক্যাচ দিয়ে ফেরেন প্রথম টেস্টেই নজর কাড়া ব্যাটিং উপহার দেওয়া এই ব্যাটসম্যান।

তবে পৃথ্বী’র বিদায়ের আগেই অবশ্য দলীয় ২০৯ রানে শেরমান লুইসের বলে আউট হয়ে বিদায় নেন পূজারা (৮৬)। এই জুটি ভেঙে গেলেও অধিনায়ক বিরাট কোহলি আর আজিঙ্কা রাহানে ১০৫ রানের জুটি গড়ে ক্ষতি পুষিয়ে নেন।

ব্যক্তিগত ৪১ রানে চেজের বলে রাহানে বিদায় নিলেও দিনের বাকি সময়টা রিশাভ পান্তকে নিয়ে নির্বিঘ্নে কাটিয়ে দেন বিরাট কোহলি। টেস্ট ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি থেকে মাত্র ২৩ দূরে দাঁড়িয়ে আছেন ভারতীয় অধিনায়ক।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা অক্টোবর ০৪, ২০১৮
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।