ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

শক্তিশালী ভারতের সামনে প্রত্যয়ী শ্রীলঙ্কা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৮
শক্তিশালী ভারতের সামনে প্রত্যয়ী শ্রীলঙ্কা পাসিন্দু সুরইয়াবান্দারা ও দেবদূত পাডিক্কেল-ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটুয়েন্টিফোর.কম

ঢাকা: এখন পর্যন্ত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের ৬টি আসর বসেছে। এর মধ্যে ৪ বার শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত। পাকিস্তান ও আফগানিস্তান ১ বার করে। কিন্তু এই আসরের ফাইনালিস্ট শ্রীলঙ্কা একবারও পারেনি। তবে দলটির বহুল প্রতীক্ষিত সেই শিরোপার অবসান বোধ হয় এবারই হতে যাচ্ছে। দলটির মিডল অর্ডার ব্যাটসম্যান পাসিন্দু সুরইয়াবান্দারা অন্তত তাই মনে করেন।

‘আমাদের দলটি বেশ ভালো। শেষ চার ম্যাচে সবাই ভালো করেছে।

আমাদের লক্ষ্য এশিয়া কাপ জিতে শিরোপা দেশে নিয়ে যাওয়া। ’

রোববার (৬ অক্টোবর) বিকেলে মিরপুর ক্রিকেট একাডেমিতে অনুশীলনের ফাঁকে সংবাদ মাধ্যমকে তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

শক্তিশালী ভারতের বিপক্ষে শিরোপা জয়ের এই মহারণে শ্রীলঙ্কার মূল হাতিয়ার কী? বোলিং নাকি ব্যাটিং? না দুটোর কোনটিই নয়। বরং চোখ ধাঁধানো ফিল্ডিংই নাকি ভারত বধে তাদের মূল হাতিয়ার হয়ে উঠবে! 

‘ফিল্ডিং। আপনি বোধ হয় জানেন টুর্নামেন্টের সেরা ফিল্ডিং সাইড আমাদেরই। পাশাপাশি আমরা ব্যাটিং আর বোলিংও ভাল করেছি। আমরা তিনটি বিভাগেই ভাল খেলার সামর্থ্য রাখি। ’

তবে কাজটি যে মোটেও সহজ হবে না সুরাইয়াবান্দারা সেটা ভালো করেই জানেন। কেননা জুলাইয়ে তাদের মাটিতেই ওয়ানডে ও টেস্ট সিরিজ জিতে দেশে ফিরেছে সফরকারী ভারত। কাজেই চলতি আসরের চার ম্যাচে টানা জয় পেলেও সেই ভীতি লঙ্কানদের থেকেই যাচ্ছে।  

‘দল হিসেবে ওরাও ভালো। গত মাসে ওদের বিপক্ষে আমরা খেলেছি। ম্যাচটি সহজ হবে না, আমাদের ফাইট করতে হবে। ’

প্রকারান্তরে ভারত শিবিরের গল্প কিছুটা ভিন্ন। গ্রুপ পর্বের তিন ম্যাচে সহজন জয় এলেও সেমিফাইনালে বাংলাদেশের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর মাত্র ২ রানের জয়ে মাঠ ছেড়েছে। কাজেই সেই বিষয়টি শিরোপা নির্ধারণী ম্যাচটিতে তাদের মাথায় থাকারই কথা।

কিন্তু দলের ওপেনিং ব্যাটসম্যান দেবদূত পাডিক্কেল শোনালেন অন্য কিছু। ‘না, বাংলাদেশের বিপক্ষে খেলা ওই ম্যাচটি আমাদের খেলায় কোনো প্রভাব ফেলবে না। বরং আমি বলব এটা আমাদের জন্য ভালো একটি অভিজ্ঞতা। এর আগের তিন ম্যাচ আমরা সহজেই জিতেছি। আমাদের ফাইনালের প্রস্তুতিটা ভালো হয়েছে। ’

গেল বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে স্বাগতিকদের সঙ্গে কষ্টার্জিত সেই জয়ই লঙ্কাবধে ভারতীয় যুবাদের আত্মবিশ্বাসের জ্বালানি যোগাচ্ছে। পাশাপাশি জুলাইয়ে লঙ্কাভিযানে গিয়ে ওয়ানডে ও টেস্ট সিরিজ জয়ের তরতাজা আত্মবিশ্বাস তো আছেই।   

‘অবশ্যই আমরা শিরোপা জয়ে আত্মবিশ্বাসী। কারণ শ্রীলঙ্কায় আমাদের একটি সিরিজ ছিলো। সেখানে আমরা ওয়ানডে এবং দুটি টেস্ট সিরিজ খেলেছি। আমরা তাদের জানি এবং সেই অনুযায়ী ফাইনালে তাদের মোকাবেলা করব। ’

রোববার (৭ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে যুব এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি শুরু হবে দুপুর সাড়ে ১২টায়।  
 
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা অক্টোবর ০৬, ২০১৮
এইচএল/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।