ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এবার ‘মিটু’তে ফাঁসলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এবার ‘মিটু’তে ফাঁসলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাহী বিসিসিআই প্রধান নির্বাহী রাহুল জহুরী। ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে #মিটু যে আলোড়ন সৃষ্টি করেছে, তা থেকে রেহাই পাচ্ছে না কেউই। এতে ফেঁসেছেন হলিউড, বলিউড তারকা, এমনকি কিংবসন্তি ক্রিকেটাররাও। এবার ভারতীয় ক্রিকেটের জন্য এলো বড় এক ধাক্কা। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) প্রধান নির্বাহি রাহুল জহুরির বিরুদ্ধেও উঠেছে যৌন হেনস্থার অভিযোগ।

হারনিধ কওর নামে এক ভারতীয় নারী রাহুলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন। অভিযুক্ত নারী নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একাধিক স্ক্রিনশটও পোস্ট করেন।

যেখানে ২০১৬ সাল থেকে বিসিসিআইয়ের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়া রাহুলের বিরুদ্ধে প্রমান পাওয়া যায়।
  
স্ক্রিনশটের মাধ্যমে জানা যায়, চাকরীর প্রলোভন দেখিয়ে হারনিধের থেকে সুযোগ নিয়ে চায়েছেন রাহুল। জানা যায়, ডিসকভারি চ্যানেলে একই সঙ্গে কাজ করতেন রাহুল ও হারনিধ। পরবর্তীতে এক পার্টিতে দুজনের দেখা হলে, আরও ভালো চাকরীর প্রলোভন দেখান রাহুল। তার সঙ্গে কফিতে যাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু হারনিধের অনিচ্ছা থাকলেও তিনি না করতে পারেন না।
   
রাহুল এক পর্যায়ে হারনিধকে তার বাসাতে যাওয়ার আমন্ত্রণ জানান। টুইটে হারনিধ লেখেন, ‘সেই অভিজ্ঞতা আমাকে এখনও কাঁপিয়ে দেয়। আমি এক বছর পর্যন্ত তা ভুলতে পারিনি। আমি শুধু ভেবেছি, আমি কাকে বলবো? কে বিশ্বাস করবে আমার কথা। আমি নিজেকে বুঝিয়েছি, এটা শুধুই নিজের কাছে রাখতে হবে। এখন আমি একটা পথে পেয়েছি। একজন হলেও শুনবে আমার কথা। ’

সম্প্রতি #মিটু-এর মাধ্যমে যৌন হেনস্থার অভিযোগ ওঠে শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার ও বর্তমান মন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা ও বর্তমান ফাস্ট বোলার লাসিথ মালিঙ্গার বিরুদ্ধে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।