ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

মাশরাফি-সাকিবদের লজিস্টিক ম্যানেজার দেবব্রত পাল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৯, অক্টোবর ১৬, ২০১৮
মাশরাফি-সাকিবদের লজিস্টিক ম্যানেজার দেবব্রত পাল দেবব্রত পাল। ছবিঃ সংগৃহীত

ঢাকা: সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজে টাইগারদের লজিস্টিক ম্যানেজারের দায়িত্ব পেয়েছেন দেবব্রত পাল।  প্রথমবারের মতো জাতীয় দলের কোন দায়িত্ব পেলেন দেবব্রত। এর আগে চলতি বছরের জানুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে  যুবাদের ম্যানেজারের দায়িত্বপালন করেন তিনি।

ম্যানেজারশিপ ছাড়াও তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তালিকাভুক্ত ম্যাচ রেফারি। এছাড়া ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সাধারণ সম্পাদক পদেও কর্মরত আছেন তিনি।

প্রথমবারের মতো টাইগারদের দায়িত্ব পাওয়া দেবব্রত বলেন, ‘জাতীয় দলের প্রথম অ্যাসাইনমেন্ট। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমারও ভাল লাগছে যে জাতীয় দলের জন্য কাজ করব। এটা একটা গর্বের ব্যাপার। বিষয়টিকে আমি চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছি। ’

একজন লজিস্টিক ম্যানেজার হিসেবে সিরিজ চলাকালীন মাশরাফি- মুশফিকদের সকল সুযোগ সুবিধাদি দেখভালের দায়িত্বে থাকবেন দেবব্রত।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮ 
এইচএল/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।