প্রাথমিকভাবে তার চোটকে গুরুতর মনে করছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসকরা। এদিন মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে মানেন মিরাজ।
অফ স্পিনার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন করা বলটি অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেওয়া হলে ড্রাইভ করেন শাহরিয়ার নাফীস। সে বলটিই ঝাঁপিয়ে পরে থামানোর চেষ্টায় আঙুলে চোট পান মিরাজ।
পরে ফিজিওর সাথে মাঠ ছাড়েন ও প্রাথমিক চিকিৎসা হিসেবে ঠান্ডা পানিতে আঙুল চুবিয়ে রাখতে দেখা যায়। পরে বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবাশিষের কাছে যান মিরাজ। আপাতত একদিনের পর্যবেক্ষণে আছেন তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমকেএম