ঢাকা, সোমবার, ৭ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

চোট পাওয়া মিরাজ একদিনের পর্যবেক্ষণে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০১৯
চোট পাওয়া মিরাজ একদিনের পর্যবেক্ষণে ইনজুরড মেহেদি মিরাজ। ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনীর হয়ে খেলা মেহেদি হাসান মিরাজ ডানহাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন। রোববার (০৭ এপ্রিল) চোট নিয়ে মাঠ ছাড়েন এই স্পিনিং অলরাউন্ডার। আপাতত একদিনের জন্য চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।

প্রাথমিকভাবে তার চোটকে গুরুতর মনে করছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রীড়া চিকিৎসকরা। এদিন মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লেজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে খেলতে মানেন মিরাজ।

ইনিংসের ২৬তম ওভারে শর্ট কাভারে ফিল্ডিং করার সময় চোট পান তিনি।

অফ স্পিনার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন করা বলটি অফ স্টাম্পের বাইরের ঝুলিয়ে দেওয়া হলে ড্রাইভ করেন শাহরিয়ার নাফীস। সে বলটিই ঝাঁপিয়ে পরে থামানোর চেষ্টায় আঙুলে চোট পান মিরাজ।

পরে ফিজিওর সাথে মাঠ ছাড়েন ও প্রাথমিক চিকিৎসা হিসেবে ঠান্ডা পানিতে আঙুল চুবিয়ে রাখতে দেখা যায়। পরে বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবাশিষের কাছে যান মিরাজ। আপাতত একদিনের পর্যবেক্ষণে আছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।