ফতুল্লায় বুধবার (১০ এপ্রিল) ঢাকা প্রিমিয়ার ডিভিশন প্রিমিয়ার লিগের ৬৩তম ম্যাচে শুরুতে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ২৫০ রান করেছিল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। জবাবে ৯ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ব্রাদার্স।
২৫১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে ওপেনার জুনায়েদ সিদ্দিকীর উইকেট হারায় ব্রাদার্স। সেখান থেকে দলকে ৭৯ রান পর্যন্ত টেনে নিয়ে যান মিজানুর রহমান ও ফজলে মাহমুদ। ফিফটি থেকে ৮ রান দূরত্বে মিজানুর বিদায় নেওয়ার পর দলীয় ১১০ রানের মধ্যে আরও ২ উইকেট হারিয়ে বসে ব্রাদার্স।
দলের বিপদে অধিনায়ক শফিউল্লাহকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতে মনোযোগ দেন ফজলে মাহমুদ। দুজনে মিলে যোগ করেন ৮০ রান। আরাফাত সানির স্পিনে বিভ্রান্ত হয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়ে ফজলে মাহমদু (৭৪) নেওয়ার পরের ওভারেই অধিনায়ক (৪১) বিদায় নিলে ফের বিপদে পড়ে যায় ব্রাদার্স। এরপর মোহাম্মদ শাহজাদা (২৯) ও আশিকুজ্জামান (১২) কিছুটা ঝড় তুললেও দলকে জয়ের দ্বারপ্রান্তে রেখে তারাও বিদায় নেন। শেষে এক বল হাতে রেখে জয় নিশ্চিত হয় ব্রাদার্সের।
বল হাতে প্রাইম দোলেশ্বরের আরাফাত সানি ১০ ওভারে ৬২ রানে নেন ৪ উইকেট। ৩ উইকেট ঝুলিতে পুরেন এনামুল হক জুনিয়র। ১টি করে উইকেট যায় ফরহাদ রেজা, আবু জায়েদের দখলে।
এর আগে তাইবুর রহমানের অপরাজিত ৭০ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ২৫০ রান সংগ্রহ করেছিল প্রাইম দোলেশ্বর। তাইবুরের ৭১ বলের ইনিংসটি ২টি চার ও ৩টি ছক্কায় সাজানো। এছাড়া মার্শাল আইয়ুবের ফিফটি, ফরহাদ হাসানের ৪০ ও মাহমুদুল হাসানের অপরাজিত ৩৯ রানের ইনিংসও বড় ভূমিকা রেখেছে।
ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন ব্রাদার্সের ফজলে মাহমুদ।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৯
এমএইচএম