ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সোমবার থেকে শুরু হচ্ছে ডিপিএলের সুপার লিগ পর্ব

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, এপ্রিল ১৩, ২০১৯
সোমবার থেকে শুরু হচ্ছে ডিপিএলের সুপার লিগ পর্ব ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ-ছবি: সংগৃহীত

‘রাউন্ড রবিন’ লিগ শেষ। সোমবার (১৫ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) সুপার লিগ পর্ব। এ পর্বে লড়াই করবে পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল। প্রথম দিনে অনুষ্ঠিত হবে তিনটি ম্যাচ।

সুপার লিগের প্রথম ম্যাচে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

আরেক ম্যাচে বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে লড়বে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

একইভাবে আগামী ১৭ ও ১৯ এপ্রিল আরও তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

১৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে রেলিগেশন লিগ। পয়েন্ট টেবিলের শেষ তিনটি দল নিয়ে অনুষ্ঠিত হয় রেলিগেশন লিগের খেলা। ১৬ এপ্রিল বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে উত্তরা স্পোর্টিং ক্লাব। একই ভেন্যুতে ১৮ এপ্রিল উত্তরা স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়বে বিকেএসপি।

টুর্নামেন্ট শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দল থেকে যাবে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আর বাকি দুই দলকে নেমে যেতে হবে প্রথম বিভাগ ক্রিকেট লিগে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘন্টা, এপ্রিল ১৩, ২০১৯
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।