সোমবার (১৫ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাকিবকে চিঠি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
পাপন বলেন, ‘আমাদের বিশ্বকাপ ক্যাম্প শুরু হচ্ছে।
হায়দ্রাবাদের হয়ে মাঠে নামতে না পারায় সাকিবের বিশ্বকাপ প্রস্তুতি ঠিকমতো হচ্ছে না। তাই ফ্র্যাঞ্চাইজির কোচিং স্টাফের বাইরে আলাদাভাবে প্রস্তুতি নিতে গুরু ও মেন্টর মোহাম্মদ সালাউদ্দিনকে তার সঙ্গে যোগ দিতে হায়দ্রাবাদে ডেকে নেন টাইগারদের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।
শনিবার সাকিবের ডাকে ভারত গেছেন সালাউদ্দিন। যেহেতু পুরো এপ্রিলেই আইপিএল চলবে। সেজন্য হয়তো গুরুকে তাড়াহুড়ো করে নিয়ে যাওয়া। কিন্তু বিসিবি’র তাতে সায় নেই তা বোঝা গেল নাজমুল হাসান পাপনের কথায়। তাকে যথাসময়ে অনুশীলন ক্যাম্পে দেখতে চান তিনি।
তবে পাপনের শেষ কথাটা কি ইঙ্গিত করছে ঠিক বুঝা গেল না। সাকিব কী জবাব দেবেন তা নিয়ে বিসিবি প্রধানের মনে সংশয় কাজ করছে বলেই মনে হচ্ছে। তবে অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ২২ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেওয়া ছাড়া সাকিবের আর কোনো উপায়ও আপাতত নেই।
বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৯
এমএইচএম/এমএমএস