বিশ্বকাপের দলটিকে ঠিক রেখে ত্রিদেশীয় সিরিজে শুধুমাত্র স্পিনার নাঈম হাসান ও ব্যাটসম্যান ইয়াসির আলী চৌধুরীকে নেওয়া হয়েছে। গুঞ্জন ছিল বিশ্বকাপ দলে ইয়াসির সুযোগ পাবেন।
আরও পড়ুন...বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা, চমক আবু জায়েদ
অন্যদিকে দুটি টেস্ট খেলা স্পিনার নাঈম ত্রিদেশীয় সিরিজে ডাক পেয়েছেন। তিনি এর আগে নিউজিল্যান্ড সফরে ওয়ানডে দলে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি। ৫ মে থেকে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে। ৭ মে বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দুই দিন পর মাশরাফির দল মুখোমুখি হবে আয়ারল্যান্ডের। ১৩ মে আবার প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা, ১৫ মে স্বাগতিক আইরিশরা।
১৭ সদস্যের ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ দল: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, আবু জায়েদ রাহি, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাঈম হাসান, ইয়াসির আলী।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৯
এমএমএস