ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে আইরিশদের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজে আইরিশদের দল ঘোষণা ...

ইংল্যান্ডের বিপক্ষে একটি ওয়ানডে এবং বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছেন আয়ারল্যান্ড। ঘরের মাঠের এই সিরিজগুলোতে প্রাথমিক স্কোয়াডে জায়গা পেয়েছেন ১৪ জন ক্রিকেটার।

যথারীতি আইরিশদের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ব্যাটসম্যান উইলিয়াম পোর্টারফিল্ড। দলে নতুন মুখ আছে দু’জন।

লোরকান টাকার ও জশ লিটল।  

এছাড়া চোট কাটিয়ে ফিরেছেন আইরিশদের দীর্ঘদিনের উইকেটরক্ষক-ব্যাটসম্যান গ্যারি উইলসন। ক্যারিয়ারে ১০০তম ওয়ানডে ম্যাচের জন্য আর মাত্র এক ঘর দূরে দাঁড়িয়ে তিনি।  

কেভিন ও’ব্রায়েন এবং পল স্টার্লিংদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা থাকলেও জায়গা হারিয়েছেন পেসার পিটার চেজ। বাদ পড়েছেন স্পিনার জেমস ক্যামরন-ডো এবং সিমি সিং।

আয়ারল্যান্ড বনাম ইংল্যান্ডের একমাত্র ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ০৩ মে, ডাবলিনে। আয়ারল্যান্ড, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের ত্রিদেশীয় সিরিজ শুরু হবে ০৫ মে। প্রথম ম্যাচে আইরিশদের প্রতিপক্ষ ক্যারিবীয়ানরা। দু’দিন পরে বাংলাদেশের মুখোমুখি হবে স্বাগতিকরা।

আয়ারল্যান্ড ১৪ সদস্যের স্কোয়াড: উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), অ্যান্ড্রু বালবার্নি, জর্জ ডকরেল, জশ লিটল, অ্যান্ড্রু ম্যাকব্রিন, বেরি ম্যাকার্থি, জেমস ম্যাককলাম, টিম মারটাঘ, কেভিন ও’ব্রায়েন, বয়েড র‌্যানকিন, পল স্টার্লিং, স্টুয়ার্ট টমসন, লোরকান টাকার, গ্যারি উইলসন।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।