ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিল্লির কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিলো রাজস্থান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, মে ৫, ২০১৯
দিল্লির কাছে হেরে আইপিএল থেকে বিদায় নিলো রাজস্থান ছবি: সংগৃহীত

জিতলে ক্ষীন সম্ভাবনা থাকত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টিকে থাকার। কিন্তু শনিবার (০৪ মে) দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে গিয়ে আইপিএলের এবারের আসর থেকে বাদ পড়লো রাজস্থান রয়্যালস। আগেই প্লে অফ নিশ্চিত করা দিল্লি পায় ৫ উইকেটের জয়।

রাজস্থানের দেওয়া ১১৫ রানের সহজ লক্ষ্যে জয় পেতে দিল্লিকে মোটেই বেগ পেতে হয়নি। ২৩ বল হাতে রেখেই জিতে যায় তারা।

দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত থাকেন ঋষভ পান্ত। এছাড়া শেখর ধাওয়ান ১৬, অধিনায়ক শ্রেয়াস আইয়ার ১৫ রান করেন।

রাজস্থানের হয়ে একাই তিন উইকেট নেন ইশ সোদি। আর বাকি দুটি নেন গোপাল।

এর আগে ফিরোজ শাহ কোটলায় টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে ইশান্ত শর্মার গতি এবং অমিত মিশ্রার স্পিনে কাবু হয়ে রীতিমতো খাবি খেতে থাকে রাজস্থান। রায়ান পরাগের দায়িত্বশীলতায় শেষ পর্যন্ত ৯ উইকেটে ১১৫ রান তুলতে সক্ষম হয় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৯ বলে ৫০ রান করেন পরাগ।  

দিল্লির হয়ে ইশান্ত শর্মা ও অমিত মিশ্রা ৩টি করে উইকেট ভাগাভাগি করেন।

এই জয়ে ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে দিল্লি। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, মে ০৪, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।