ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোপ-ক্যাম্পবেলের উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৩ ঘণ্টা, মে ৬, ২০১৯
হোপ-ক্যাম্পবেলের উদ্বোধনী জুটির বিশ্ব রেকর্ড ছবি: সংগৃহীত

আর মাত্র ২৪ দিন পরই বিশ্বকাপের পর্দা উঠতে যাচ্ছে ইংল্যান্ডের মাটিতে। আর বিশ্বকাপে ক্যারিবীয়রা কতটা দুর্দান্ত হয়ে উঠতে পারে তারই যেনো মহড়া চলছে আয়ারল্যান্ডের মাটিতে। বাংলাদেশ-আয়ারল্যান্ডের সঙ্গে ত্রিদেশীয় সিরিজের প্রথম দিনের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজে দুই ওপেনার করে ফেললেন বিশ্ব রেকর্ড।

উইন্ডিজ ওপেনার সাই হোপ ও জন ক্যাম্পবেল মিলে করলেন উদ্বোধনী জুটিতে বিশ্ব রেকর্ড। ওয়ানডে ক্রিকেটে প্রথম উইকেট জুটির সর্বোচ্চ রানের মালিক বর্তমানে হোপ ও ক্যাম্পবেল।

দুজনে প্রথম উইকেট জুটিতে করেন ৩৬৫ রান। যা ওয়ানডে ফরম্যাটে ওপেনিং জুটিতে সর্বোচ্চ।

এর আগে ২০১৮ সালে পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল হক আর ফাখর জামান মিলে গড়েছিলেন ৩০৪ রানের জুটি। ওই ম্যাচেই আবার ফাখর জামান গড়েছিলেন নিজ দেশের হয়ে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির রেকর্ড। অপরাজিত ছিলেন ২১০ রানে।

৪৪.২ ওভার শেষে এই জুটি ভেঙে আউট হয়ে ফেরেন ক্যাম্পবেল। তিনি করেন ১৩৭ বলে ১৭৯ রান যেখানে তিনি খেলেন ১৫টি চার ও ৬টি ছক্কার মার। হোপ ফেরেন ১৭০ রানে যেখানে তিই খেলেন ২২টি চার ও ২টি ছক্কা মার।

নির্ধারিত ৫০ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ৩৮১ রান।
 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মে ০৫, ২০১৯
এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।