ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ইংল্যান্ড-পাকিস্তান প্রথম ওয়ানডে পরিত্যক্ত

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, মে ৯, ২০১৯
ইংল্যান্ড-পাকিস্তান প্রথম ওয়ানডে পরিত্যক্ত বৃষ্টিতে মাঠ খেলার অনুপযোগী হয়ে যায়

বৃষ্টির কারণে ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

লন্ডনের কেনিংটন ওভালে টস জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠায় ইংল্যান্ড। তবে পাকিস্তান ব্যাট করতে নামলে শুরুতেই বৃষ্টি হানা দেয়।

পরে বৃষ্টি থামলে ম্যাচ শুরু হলেও তা ৪৮ ওভারে নামিয়ে আনা হয়।

ব্যাটিংয়ে নেমে দলীয় ১০ রানে ফখর জামানের উইকেট হারায় সফরকারী পাকিস্তান। এরপর দলীয় ৪৫ রানে বিদায় নেন বাবর আজম। ১৬ দশমিক ১ ওভারে ২ উইকেট ৭১ রান তোলার পর বৃষ্টির কারণে দ্বিতীয় দফায় খেলা বন্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ম্যাচ আবারো শুরু হয়। এবার ম্যাচের দৈর্ঘ্য ৪১ ওভারে নামিয়ে আনা হয়।

১৯ ওভারে ২ উইকেট ৮০ রান তোলার পর বৃষ্টির কারণে তৃতীয় দফায় ম্যাচ বন্ধ হয়ে যায়। এরপর খেলা আর শুরু করা না গেলে আম্পায়াররা ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০১৫৭ ঘণ্টা, মে ০৯, ২০১৯
আরএআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।