ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

সংবাদ সম্মেলন করে ধর্মঘটে যেতে পারেন ক্রিকেটাররা?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৯, অক্টোবর ২১, ২০১৯
সংবাদ সম্মেলন করে ধর্মঘটে যেতে পারেন ক্রিকেটাররা? ফাইল ফটো

সোমবার (২১ অক্টোবর) এক সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন দেশের ক্রিকেটাররা। আর এই সংবাদ সম্মেলনের পরই বিভিন্ন ইস্যুতে ধর্মঘটের ডাক দিতে পারেন তারা! একটি সূত্রের বরাত দিয়ে এমনটিই জানিয়েছে ক্রিকেট বিষয়ক পোর্টাল ক্রিকইনফো। খবরটিতে জানানো হয়, দেশের ক্রিকেটের বাজে পরিস্থিতির কারণে ক্ষোভ প্রকাশ করবেন ক্রিকেটাররা।

গত মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ঘোষণা আসে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর ফ্র্যাঞ্চাইজি ছাড়াই অনুষ্ঠিত হবে। ফলে পেশাদার ক্রিকেটারদের আয় কমে যাবে অনেকাংশে।

এছাড়া চারদিনের জাতীয় লিগে স্বল্প ম্যাচ ফি ও ঢাকা প্রিমিয়ার লিগে পারিশ্রমিক কমে যাওয়ায় অসন্তোষ বেড়েছে ক্রিকেটারদের মাঝে।

ক’দিন আগে বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে বোর্ডের কয়েকটি সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। আজকের সংবাদ সম্মেলনে হয়তো তেমন কিছুই থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, অক্টোবর, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।