ঢাকা, মঙ্গলবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৪ অক্টোবর ২০২৫, ২১ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিপিএলে অংশ নিতে টুর্নামেন্ট পেছানোর আবেদন ফরচুন বরিশালের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, অক্টোবর ১৩, ২০২৫
বিপিএলে অংশ নিতে টুর্নামেন্ট পেছানোর আবেদন ফরচুন বরিশালের সংগৃহীত ছবি

বিসিবির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই আলোচনায় উঠে এসেছে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পরিচালক ইফতেখার রহমান মিঠু সম্প্রতি জানিয়েছেন, ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যেই অনুষ্ঠিত হতে পারে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট আসরটি।

তবে সময়মতো আয়োজন নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে বিসিবি। কারণ টুর্নামেন্টের আয়োজনের দায়িত্বপ্রাপ্ত বিদেশি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি এখনো তেমন কোনো দৃশ্যমান প্রস্তুতি দেখাতে পারেনি। তবুও বোর্ড আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই সবকিছু গুছিয়ে নেওয়া যাবে।

এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ‘এক্সপ্রেশন্স অব ইন্টারেস্ট (EOI)’ আহ্বান করেছে বিসিবি। ঘোষণায় জানানো হয়, দেশের ১০টি অঞ্চলের নামে দল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে যোগ্যতা যাচাই শেষে সর্বোচ্চ পাঁচটি প্রতিষ্ঠানকে ফ্র্যাঞ্চাইজির মালিকানা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

তবে বিগত কয়েকদিন ধরে গুঞ্জন চলছে সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নাকি এবার থাকছে না বিপিএলে। বিষয়টি নিয়ে নানা জল্পনা ছড়ালেও বাস্তব চিত্র ভিন্ন। দলের মালিক মিজানুর রহমান স্পষ্ট করে জানিয়েছেন, সুযোগ ও সময় মিলে গেলে বরিশাল এবারও মাঠে নামবে।

তিনি দেশের এক গণমাধ্যমকে বলেন,'আমরা কিন্তু কোথাও বলিনি যে বিপিএলে খেলব না। কিছু প্রস্তুতির বিষয় আছে, সরঞ্জাম আনতে সময় লাগছে। তাই সময়টা একটু পেছানোর অনুরোধ করেছি। বুলবুল ভাই দেশে ফিরলে বিস্তারিত আলোচনা করব। '

অন্যদিকে, বিপিএল কমিটির সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, সব ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব খতিয়ে দেখা হচ্ছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই নেওয়া হবে। তিনি আরও জানান, যেসব খেলোয়াড় ফিক্সিংয়ের সন্দেহভাজন তালিকায় আছেন, তারা এবারের ড্রাফটে থাকবেন না।  

বিপিএল ঘিরে উত্তেজনা ইতোমধ্যেই জমে উঠেছে। চলতি মাসের শেষ সপ্তাহেই বোর্ডের চূড়ান্ত প্রতিবেদনে জানা যাবে, কোন কোন দল মাঠে নামছে, কারা এবার থাকছে বাইরে।

এফবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।