ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ফের বোলিংয়ে ছাড়পত্র পেলেন হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
ফের বোলিংয়ে ছাড়পত্র পেলেন হাফিজ

নিজের ক্রিকেট ক্যারিয়ারে একাধিকবার প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছেন মোহাম্মদ হাফিজ। সর্বশেষ ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ত্রুটিপূর্ণ বোলিংয়ে বাদ পড়া এই স্পিনার আবারও ছাড়পত্র পেয়েছেন। 

লাফব্রো বিশ্ববিদ্যালয় ও লাহোরে আইসিসির টেস্টিং সেন্টারে নতুন পরীক্ষায় তার বোলিংয়ে কোনো ত্রুটি খুঁজে পাওয়া যায়নি।

এর আড়ে গত বছরের অগাস্টে ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার সময় হাফিজের বোলিং নিয়ে প্রশ্ন ওঠে।

যেখানে তার বোলিংয়ে হাতের কনুই নির্ধারিত ১৫ ডিগ্রির চেয়ে বেশি ভাঙার প্রমাণ মেলে।

পাকিস্তানের হয়ে এই তারকা অলরাউন্ডার তিন ফরম্যাট মিলিয়ে ৩৬৪টি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।