ঢাকা, রবিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

এক ওভারে ২৭ রান, ব্যাটিংয়ে গোল্ডেন ডাক: কানাডায় সাকিবের দুঃস্বপ্নের দিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৯, অক্টোবর ১১, ২০২৫
এক ওভারে ২৭ রান, ব্যাটিংয়ে গোল্ডেন ডাক: কানাডায় সাকিবের দুঃস্বপ্নের দিন সাকিব আল হাসান/সংগৃহীত ছবি

কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে ব্যাট ও বল হাতে দুঃস্বপ্নের একটি দিন পার করলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে এক ওভারে দিয়েছেন ২৭ রান, আর ব্যাট করতে নেমে ফিরেছেন প্রথম বলেই (গোল্ডেন ডাক)।

সাকিবের এমন বিবর্ণ পারফরম্যান্সের দিনে তার দল মন্ট্রিয়াল টাইগার্সও ভ্যাঙ্কুভার নাইটসের কাছে ৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয়েছে।

গত বৃহস্পতিবার ভ্যাঙ্কুভারে টস হেরে আগে ব্যাট করতে নেমে স্বাগতিকরা রীতিমতো রানের পাহাড় গড়ে। নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ২০৬ রান। ভ্যাঙ্কুভারের এই ব্যাটিং তাণ্ডবের মূল কারিগর ছিলেন কিউই ব্যাটার ম্যাক্স চু। মাত্র ২৩ বল মোকাবেলা করে তিনি ৮২ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন, যাতে ছিল ৬টি চার ও ৯টি ছক্কা।

দলের পক্ষে অধিনায়ক ডোয়াইন প্রিটোরিয়াসও ঝড় তোলেন। ১৪ বলে ৭টি ছক্কা ও একটি চারের সাহায্যে তিনি করেন ৫৩ রান। আরেক ওপেনার নোমান আনোয়ার ১৭ বলে ৪৪ রানের কার্যকরী ইনিংস খেলেন। ম্যাক্স চু ও নোমানের ১৪০ রানের উদ্বোধনী জুটিই মূলত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়, যা আসে মাত্র ৬ ওভারে।

মন্ট্রিয়ালের অধিনায়ক সাকিব বল হাতে নেন ইনিংসের পঞ্চম ওভারে। কিন্তু সেই ওভারেই তার ওপর চড়াও হন ভ্যাঙ্কুভারের ব্যাটাররা। দুটি চার ও দুটি ছক্কার পাশাপাশি ওয়াইড থেকে অতিরিক্ত রান দিয়ে তিনি মোট ২৭ রান বিলি করেন। এমন খরুচে বোলিংয়ের পর তাকে আর আক্রমণে আনা হয়নি।

২০৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে মন্ট্রিয়াল টাইগার্সের শুরুটা অবশ্য দারুণ হয়েছিল। জশ ব্রাউন মাত্র ১০ বলে ৩৯ রানের এক ঝোড়ো ইনিংস খেলে দলকে উড়ন্ত সূচনা এনে দেন। তবে তার বিদায়ের পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মন্ট্রিয়ালের ব্যাটিং লাইনআপ। নিক হবসন, দিলপ্রিত বাজওয়া কিংবা রায়ান হিগিন্স কেউই দলের হাল ধরতে পারেননি।

ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করে সাকিব আল হাসানও ফেরেন প্রথম বলেই। বালতেজ সিংয়ের বলে নোমান আনোয়ারের হাতে ক্যাচ দিয়ে তিনি 'গোল্ডেন ডাক' এর শিকার হন। শেষ পর্যন্ত মন্ট্রিয়াল ১০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রানেই গুটিয়ে যায়।

ভ্যাঙ্কুভারের পক্ষে বালতেজ সিং, তাজিনদর সিং এবং ডোয়াইন প্রিটোরিয়াস প্রত্যেকে তিনটি করে উইকেট শিকার করে দলের বড় জয় নিশ্চিত করেন।

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।