ব্যাট হাতে যখন যশস্বী জয়সওয়াল মাঠে নামেন, তখনই যেন বাতাসে ভেসে বেড়ায় কিছু বিশেষ ঘটনার আভাস। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে তার ব্যাটে সেই আভাসই রূপ নেয় বাস্তবে।
দিনের শুরুটা করেছিলেন ধীর গতিতে, প্রায় পুরনো ধাঁচে। কিন্তু সেট হয়ে যাওয়ার পর তুললেন ঝড়। শতক স্পর্শ করার পর তার ব্যাটে দেখা গেল আগ্রাসী এক রূপ। প্রথম টেস্টে অবশ্য নীরব থাকেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে চিনিয়েছেন নিজের জাত। প্রথম ৮২ বল খেলে তুলে নেন অর্ধশতক, এরপর আরও ৬৩ বলে শতকে পৌঁছান। ১৪৫ বলের ইনিংসে তিনি পৌঁছে যান তিন অঙ্কে, আর সেই সঙ্গে জায়গা করে নেন এক বিরল কাতারে।
২৪ বছর পূর্ণ হওয়ার আগে টেস্টে জয়সওয়ালের চেয়ে বেশি শতক আছে কেবল তিন কিংবদন্তির। তারা হরেন ডন ব্র্যাডম্যান (১২), শচীন টেন্ডুলকার (১১) এবং গারফিল্ড সোবার্স (৯)। সাতটি শতক নিয়ে জয়সওয়াল এখন সমান হয়ে গেলেন গ্রায়েম স্মিথ, অ্যালেস্টার কুক ও কেন উইলিয়ামসনের সঙ্গে।
শুরুর দিকে তিনি ও তাকে সঙ্গ দেওয়া লোকেশ রাহুল দুইজনই সময় নিয়ে খেলেছেন, উইকেটের অবস্থা বুঝে ধৈর্যের সঙ্গে ব্যাট করেছেন। প্রথম ঘণ্টায় ভারতের রানরেট ছিল তুলনামূলক ধীর, তবে বলের চকচকে ভাব হারাতেই জয়সওয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন।
লাঞ্চের পরই তিনি গতি বাড়ান। জেডেন সিলসের পরপর দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে যেন জাগিয়ে দেন পুরো স্টেডিয়ামকে। রাহুল আউট হলেও দল চাপে পড়েনি। ছন্দ হারাননি জয়সওয়াল। নতুন সঙ্গী সাই সুদর্শনের সঙ্গে গড়ে তোলেন আরেকটি দৃঢ় জুটি। সুদর্শনও ৬৩ রানে অপরাজিত থেকে জয়সওয়ালের সঙ্গ দিচ্ছেন। দিনের শেষে ৫৩ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ২০৫ রান। জয়সওয়াল অপরাজিত ১০৫ রানে।
আরইউ