ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুজিববর্ষ টি-টোয়েন্টি সিরিজের এশিয়া একাদশ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
মুজিববর্ষ টি-টোয়েন্টি সিরিজের এশিয়া একাদশ স্কোয়াড ঘোষণা ছবি:সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশের দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ব্যাপারে আগেই ঘোষণা হয়েছিল। এবার এই সিরিজের জন্য এশিয়া একাদশের সম্ভাব্য স্কোয়াড ঘোষণা করা হলো।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত এশিয়া স্কোয়াডে বাংলাদেশের রয়েছেন ৪ জন, ভারতের ৬ জন, শ্রীলঙ্কান ২ জন, আফগানিস্তানের ২ জন ও একমাত্র নেপালি ক্রিকেটার হিসেবে আছেন সন্দীপ লামিচানে।

মার্চের ১৮-২২ তারিখের মধ্যে মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে থাকছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাশ ও মোস্তাফিজুর রহমান।

এই স্কোয়াডের লোকেশ রাহুল খেলবেন একটি ম্যাচ। তবে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে দলে রাখা হলেও তার খেলার ব্যাপারে এখনো কোনো নিশ্চয়তা আসেনি।

এশিয়া একাদশের সম্ভাব্য দল: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, বিরাট কোহলি, লিটন দাশ, ঋষভ পন্থ, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, সন্দীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মুজিব উর রহমান।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
এমএমএস/আরএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।