ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

খুলনায় উদ্বোধনের অপেক্ষায় নাইট ক্রিকেট টুর্নামেন্ট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
খুলনায় উদ্বোধনের অপেক্ষায় নাইট ক্রিকেট টুর্নামেন্ট ছবি: বাংলানিউজ

খুলনা: খুলনায় উদ্বোধনের অপেক্ষায় তৃতীয় শামসুর রহমান মানি স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় টুর্নামেন্ট উদ্বোধন করবেন শামসুর রহমান মানির বড় ছেলে পঞ্চবীথি ক্রীড়া চক্রের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

মহানগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত জাতিসংঘ শিশুপার্কে এ টুর্নামেন্টের আয়োজন করেছে ঐতিহ্যবাহী পঞ্চবীথি ক্রীড়া চক্র।

তিন দিনব্যাপী এ টুর্নামেন্ট শেষ হবে শনিবার (২৯ ফেব্রুয়ারি)।

টুর্নামেন্টের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের শীর্ষ অনলাইন নিউজ পোর্টাল
বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা মহানগর যুবলীগের আহবায়ক শফিকুর রহমান পলাশ, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো, খুলনা মহানগর যুবলীগ আহবায়ক কমিটির সদস্য কাজী কামাল হোসেন, খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম আসাদুজ্জামান রাসেল, ব্যবসায়ী ও সমাজ সেবক গালিব কাপাড়িয়া, পোলার আইসক্রিমের সিনিয়র রিজিওনাল হেড নির্মল চক্রবর্তী, বাংলালিংকের রিজিওনাল হেড জেনারেল ম্যানেজার মো. মারুফ হোসেন চৌধুরী, জাতিসংঘ শিশু পার্ক উন্নয়ন
কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, পঞ্চবীথি ক্রীড়া চক্রের যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম এবং ব্যবসায়ী ও সমাজ সেবক সওগাতুল ইসলাম সোহাগ।

সভাপতিত্ব করবেন পঞ্চবীথি ক্রীড়া চক্রের সভাপতি রফিকুল ইসলাম খোকন। জাতিসংঘ শিশু পার্ক উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা বাংলানিউজকে বলেন, নাইট ক্রিকেট টুর্নামেন্টের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২০
এমআরএম/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।