ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

‘তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
‘তিনি আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে’ সাকিবের ফেসবুক থেকে নেওয়া ছবি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী (১৭ মার্চ) পালন হচ্ছে। আজ থেকে ১০০ বছর আগে ১৯২০ সালে পৃথিবীর আলো দেখেন বঙ্গবন্ধু। তার এই শতবছরের জন্মদিনটি বিভিন্ন স্তরের মানুষ নানাভাবে পালন করছে। আর শেখ মুজিবর রহমানের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

সবধরনের ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞায় থাকা সাকিব নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বঙ্গবন্ধুর একটি ছবি পোস্ট করেন। ছবির মাঝে লেখা, একটি শতক যা আমাদের পরিচয় বহন করে।

আর ছবির ক্যাপশনে সাকিব লিখেন, ‘আজ থেকে শতবছর আগে এই বাংলায় জন্মেছিলেন এক মহামানব। তিনি স্বপ্ন দেখেছিলেন দেশকে স্বাধীন করার। শুধু স্বপ্ন দেখেই থেমে যাননি, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার সাহসও দেখিয়েছেন। তিনি আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার চেতনা আজও বেঁচে আছে আমাদের মাঝে। আমাদের জাতির পিতাকে তাই জানাই জন্মশতবার্ষিকীর প্রাণঢালা শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।