ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হোম কোয়ারেন্টিন না মানলে আইনি ব্যবস্থা: মাশরাফি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
হোম কোয়ারেন্টিন না মানলে আইনি ব্যবস্থা: মাশরাফি .

নড়াইল: নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে  সচেতনার কোনো বিকল্প নেই। একমাত্র প্রতিরোধই নিজে এবং পরিবারকে বাঁচাতে পারে। বিদেশ থেকে কেউ দেশে আসলে তাকে হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। কেউ এ নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

২০ মার্চ (শুক্রবার) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে নড়াইলে ১০৯ জন প্রবাসীদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুল মোমেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার আব্দুস শাকুর, আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মশিউর রহমান বাবু, নড়াইল
প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীরটুকু প্রমূখ।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ইউনিয়নের চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, মার্চ ২০, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।