ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

'টাকার দরকার হলে সীমান্তে দুষ্কর্ম বন্ধ করুক পাকিস্তান'

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
'টাকার দরকার হলে সীমান্তে দুষ্কর্ম বন্ধ করুক পাকিস্তান' কপিল দেব ও শোয়েব আখতার/ছবি: সংগৃহীত

কিছুদিন আগে ভারত-পাকিস্তান প্রীতি ম্যাচ আয়োজন করার প্রস্তাব দিয়েছিলেন শোয়েব আখতার। এই ম্যাচগুলো থেকে প্রাপ্ত অর্থ দুই দেশের করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় ব্যয় করার প্রস্তাবও দিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই ফাস্ট বোলার। এরপর থেকেই বিষয়টা নিয়ে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'র সঙ্গে কথার লড়াইয়ে নেমেছেন ভারতীয় কিংবদন্তি কপিল দেব।

ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মনে করেন, করোনার সময় ক্রিকেট নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। মাঠে আবার কিভাবে ক্রিকেট ফেরানো নিয়ে নিয়ে হৈচৈ না করে দেশের স্কুল-কলেজগুলো আবার কিভাবে খোলা যায় সেটা নিয়ে গুরুত্ব সহকারে ভাবা উচিত বলে মত তার।

 

শনিবার (এপ্রিল ২৫) 'স্পোর্টস টক’কে কপিল বলেন, ‘আমি সার্বিক পরস্থিতির কথা বলছি, আপনার কাছে কি মনে হয়, ক্রিকেট একমাত্র ইস্যু যেটা নিয়ে এখন আমরা কথা বলতে পারি? এর চেয়ে আমি সেই সব বাচ্চাদের নিয়ে বেশি চিন্তিত যারা এখন স্কুল-কলেজে যেতে পারছে না। কারণ তারাই এখন আমদের তরুণ প্রজন্ম। তাই আমি চাই স্কুল-কলেজ আগে খুলুক। ক্রিকেট, ফুটবল এমনিতেই শুরু হবে। ’
 
এসময় কপিল করোনার জন্য ফান্ড গঠনে ভারত বনাম পাকিস্তান ম্যাচের সম্ভবনা উড়িয়ে দেন। তিনি মনে করেন, ফান্ড গঠন করার জন্য আরও অনেক পথ রয়েছে। সেজন্য প্রদর্শনী ম্যাচ খেলার কোনো প্রয়োজন নেই। সেই সঙ্গে প্রতিবেশী পাকিস্তানকে সংঘর্ষের পথে অর্থ খরচ না করে স্কুল কিংবা হাসপাতাল নির্মাণের কাজে ব্যয় করার পরামর্শও দিয়েছেন তিনি।

কপিল বলেন, ‘আবেগে ভেসে গিয়ে অনেকে ভাবছেন ভারত-পাকিস্তানের ম্যাচ খেলা উচিত। কিন্তু এই মুহূর্তে ম্যাচ খেলাটা প্রাধান্যের বিষয় নয়। যদি ওদের (পাকিস্তানের) টাকার প্রয়োজন হয়, সীমান্তে দুষ্কর্ম বন্ধ করুক আগে। সেই টাকা দিয়ে তারা স্কুল আর হাসপাতাল নির্মাণ করুক। '

ইতিহাসের অন্যতম সেরা এই অলরাউন্ডারের পরামর্শ, 'যদি সত্যিই টাকার দরকার হয়, অনেক ধর্মীয় প্রতিষ্ঠান আছে, এসময় তাদের এগিয়ে আসা উচিত। এটা তাদের দায়িত্ব। আমরা যখন ধর্মীয় স্থানে যাই, তখন তাদের অনেক কিছু দিয়ে থাকি, তাই তাদেরও সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া উচিত। ’

এর আগে ভারত-পাকিস্তান প্রীতি ম্যাচ আয়োজন ও তা থেকে করোনায় ক্ষতিগ্রস্থদের সহযোগীতায় ফান্ড গঠন নিয়ে শোয়েবের প্রস্তাবের জবাবে কপিল বলেছিলেন, 'পরিস্থিতি খুব তাড়াতাড়ি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম। এই অবস্থায় ম্যাচ আয়োজন করতে কেউই চাইবে না। খেলোয়াড়দের স্বাস্থ্যের ঝুঁকি তো আছেই। তিনটা ম্যাচ খেলে আর কয় টাকাই পাওয়া যাবে। এটা শোয়েব আখতারের নিজস্ব মতামত। তবে অর্থ সংগ্রহের জন্য ভারতের ম্যাচ খেলার দরকার নেই। '

কপিলের মন্তব্যের জবাবে পরে এক ভিডিও বার্তায় শোয়েব বলেন, ‘আমি যা বলতে চেয়েছি কপিল ভাই তা বুঝতে পারেন নি, এটা আমি মনে করি না। আমাদের এক হওয়ার এখনই উপযুক্ত সময়। আমি সবধরনের পরিস্থিতির কথা বিবেচনা করে আর্থিক দিক চিন্তা করেই কথাটা বলেছিলাম। গোটা বিশ্বকে এক করতে পারে একটি ম্যাচ দিয়ে, যেটার সম্প্রচার সত্ত্ব থেকে অর্জিত অর্থ দিয়ে করোনায় ক্ষতিগ্রস্থদের সহযোগিতা করা যেত। তবে আমি আশা করি আমার প্রস্তাবটা তাড়াতাড়ি বিবেচনায় আনা হবে হবে। ’

শোয়েবের সর্বশেষ মন্তব্যের জবাবেই উল্টো পাকিস্তানকে কটাক্ষ করে জবাব দিলেন কপিল। তবে এই ব্যাপারে পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদিকে পাশে পেয়েছেন শোয়েব। কপিলের এমন মন্তব্যে অবাক হয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

এই প্রসঙ্গে আফ্রিদি বলেন, ‘করোনার বিরুদ্ধে পুরো বিশ্বই এখন লড়াই করছে, এটা নিয়ে আমাদেরও সঙ্গবদ্ধ হতে হবে। এই ধরনের নেতিবাচক মন্তব্য সহযোগিতার জন্য কাম্য নয়। শোয়েবের ভারত-পাকিস্তান ম্যাচের প্রস্তাবে ভুল দেখছি না আমি। কপিলের এধরনের প্রতিক্রিয়া আমাকে বেশ অবাক করেছে। এই কঠিন সময়ে আমি তার কাছ থেকে আরও ভালো উত্তর আশা করেছিলাম। খেলাধুলাকে বলা হয় ঐক্যের সেতুবন্ধন। এটা আসলেই হতাশাজনক। ’

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।