ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

করোনা আক্রান্ত হয়ে অসহায় টুইট দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২০ ঘণ্টা, মে ৮, ২০২০
করোনা আক্রান্ত হয়ে অসহায় টুইট দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডারের সলো এনকুয়েনি

গত জুলাই থেকে অন্যান্য স্বাস্থ্য সমস্যার পাশাপাশি গিলান ব্যারে সিনড্রোম বা হঠাৎ হাত-পা দুর্বল হওয়া রোগে ভুগছিলেন সলো এনকুয়েনি। সেই রোগ থেকে সেরে না উঠতেই করোনা ভাইরাস (কোভিড-১৯) পরীক্ষায় পজিটিভ হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রথম-শ্রেণি ক্রিকেটের এ অলরাউন্ডার।  

স্কটল্যান্ডের অ্যাবারডিনে চিকিৎসাধীন অবস্থায় করোনায় আক্রান্ত হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সলো।  

২৫ বছর বয়সী অলরাউন্ডার নিজের অফিসিয়াল টুইটার পেজে লেখেন, ‘গত বছর আমার জিবিএস (গিলান ব্যারে সিনড্রোম) ধরা পড়ে।

গত ১০ মাস ধরে আমি এই রোগের বিরুদ্ধে লড়াই করছি এবং এর থেকে আরোগ্যের মাত্র অর্ধেক পথে। তারমধ্যে আমার যক্ষারোগ হয়, আমার যকৃৎ এবং কিডনি দুটোই  ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন আমার করোনা ভাইরাস পজিটিভ এসেছে। আমি বুঝতে পারছি না, কেন এসব কিছু আমার সঙ্গে ঘটছে। ’

ক্রিকেট দুনিয়ায় সলো এনকুয়েনি তৃতীয় ক্রিকেটার, যিনি করোনা আক্রান্ত হয়েছেন। এর আগে পাকিস্তানের জাফর সরফরাজ এবং স্কটল্যান্ডের মজিদ হক কোভিড-১৯ পজিটিভ হোন।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মে ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।