মঙ্গলবার (৩০ জুন) বাংলানিউজকে এ কথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
তিনি জানান, বেশ কিছুদিন ধরে সাইফউদ্দিন অসুস্থ ছিলেন।
দেবাশীষ চৌধুরী বলেন, ‘১০-১২ দিন ধরে সাইফউদ্দিনের জ্বর-সর্দি ছিল। তবে এখন পুরোপুরি সুস্থ আছেন। এমনিতেই সেরে উঠেছেন। করোনা পরীক্ষা না করালেও বর্তমানে কোনো ধরনের জটিলটা নেই, ঠিক আছেন তিনি। ’
ক্রিকেটারদের স্বাস্থ্যের খোঁজখবর রাখতে বিসিবি গত ২৪ জুন থেকে এজ টেন নামক একটি অ্যাপ চালু করে। ক্রিকেটারদের জন্য তৈরিকৃত এই অ্যাপে করোনা সংক্রান্ত কিছু প্রশ্নের উত্তরের ভিত্তিতে ক্রিকেটারদের রেড জোন কিংবা ইয়োলো জোনে ভাগ করা হয়। সে সময় সাইফউদ্দিন রেড জোনে পড়েছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুন ৩০, ২০২০
আরএআর/ইউবি