ঢাকা, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

আইরিশদের পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, জুলাই ৭, ২০২০
আইরিশদের পরেই পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড

ইংল্যান্ড বনাম পাকিস্তান সিরিজের সূচি নিশ্চিত করা হয়েছে। আগামী ৫ আগস্ট থেকে শুরু হবে দু’দলের তিন ম্যাচে টেস্ট সিরিজ। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড এমনটি জানিয়েছে। এই সিরিজের একদিন আগেরদিনই অবশ্য আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করবে ইংল্যান্ড। যেখানে সাউদাম্পটনে ৩০ জুলাই, আগস্টের ১ ও ৪ তারিখ যথাক্রমে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে।

পাকিস্তান নিজেদের প্রথম টেস্ট খেলবে ওল্ড ট্রাফোর্ডে। তবে ১৩ ও ২১ আগস্ট পরের দুটি টেস্ট সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে।

এই সিরিজের পরেই দু’দল তিন ম্যাচে একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো ওল্ড ট্রাফোর্ডে ২৮, ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর মাঠে গড়াবে।

সিরিজ খেলতে পাকিস্তান গত ২৮ জুনই ইংল্যান্ডে পৌঁছেছে। সফরে গিয়ে দলের সবাই ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকছে। তারা বর্তমানে ওরচেস্টারে আছে। তবে প্রথম টেস্টের প্রস্তুতির জন্য ১৩ জুলাই ডার্বিশায়ারে চলে যাবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।