ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে বিগ ব্যাশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৭, জুলাই ১৫, ২০২০
ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে বিগ ব্যাশ

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিগ ব্যাশের দশম আসর শুরু হবে আগামী ৩ ডিসেম্বর। যেখানে একই দিন অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার বোর্ডার-গাভাস্কার টেস্ট সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে। বুধবার (১৫ জুলাই) এক বিবৃতির মাধ্যমে ব্যাপারটি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যে টুর্নামেন্টের পুরো সূচি প্রকাশ করা হয়েছে।

বিগ ব্যাশের এবারের আসরে প্রথম ম্যাচে অ্যাডিলেড ওভালে মুখোমুখি হবে অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডস। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ ফেব্রুয়ারি।

টুর্নামেন্টটি গত আসরের থেকে প্রায় দুই সপ্তাহ আগেই শুরু হচ্ছে। আসরটি ৬০ দিনের বেশি সময় ধরে চলবে। ক্লাবগুলোর পরামর্শ, ব্রডকাস্টার ও অনান্য স্টেকহোল্ডারদের জন্য আগে শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিগ ব্যাশের এই আসরের ৫৬টি ম্যাচই সন্ধ্যায় শুরু হবে। তবে ডাবল-হেডারের শুধু আটটি ম্যাচ স্থানীয় সময় বিকেল ৫টায় মাঠে গড়াবে।

 এদিকে নারী বিগ ব্যাশেরও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। ৫৯টি ম্যাচের এই আসরটি ১৭ অক্টোবর শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।