ঢাকা, রবিবার, ৮ ভাদ্র ১৪৩২, ২৪ আগস্ট ২০২৫, ০০ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

১০০ বলের ক্রিকেটে স্মিথ-স্টার্ককে ছেড়ে দিল ওয়েলশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৬, ফেব্রুয়ারি ৩, ২০২১
১০০ বলের ক্রিকেটে স্মিথ-স্টার্ককে ছেড়ে দিল ওয়েলশ স্টার্ক-স্মিথ

১০০ বলের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ দ্য হান্ড্রেড’র উদ্বোধনী মৌসুমের জন্য নিজ নিজ দলের সঙ্গে পুনঃচুক্তি করেছেন অ্যারন ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন উইলিয়ামসন, আন্দ্রে রাসেল ও মার্ক উডের মতো বড় তারকারা। অন্যদিকে, স্টিভেন স্মিথ ও মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে ওয়েলশ ফায়ার।

বর্তমানে নিবন্ধন বন্ধ থাকলেও দলগুলোকে খেলোয়াড়দের সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে আলোচনা করার জন্য অনুমতি দেওয়া হয়েছে। দ্য হান্ড্রেড’র উদ্ধোধনী আসর শুরু হওয়ার কথা ছিল গত বছর। তবে কোভিড-১৯ মহামারির কারণে তা পিছিয়ে দেওয়া হয়।  

জানুয়ারির শুরুর দিকে, ওয়েলশ ফায়ার জনি বেয়ারস্টোকে, ওভাল ইনভিন্সিবলস জেসন রয়কে এবং ডেভিড মালানকে ট্রেন্ট রকেটস অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে রেখে দেওয়ার ঘোষণা দিয়েছিল।

টুর্নামেন্টের আটটি দল নিজেদের স্কোয়াডের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি আসন্ন ড্রাফটে অংশগ্রহণ করবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২১
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।