ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সেঞ্চুরির পর বল হাতেও বিধ্বংসী নাসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
সেঞ্চুরির পর বল হাতেও বিধ্বংসী নাসির নাসির হোসেন/ছবি: সংগৃহীত

ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরির পর বল হাতেও চমক দেখালেন নাসির হোসেন। দুর্দান্ত স্পিন ঘূর্ণিতে ৪ উইকেট তুলে নিলেন এই অলরাউন্ডার।

বিতর্ক পেছনে ঠেলে চলমান জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) রংপুর বিভাগের হয়ে মাঠে নেমেছেন নাসির। বিকেএসপিতে ঢাকা বিভাগের বিপক্ষে রংপুরের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমেই দ্বিতীয় দিন শেষে ৯৩ রানে অপরাজিত ছিলেন তিনি। তৃতীয় দিনের শুরুতে অপেক্ষার অবসান ঘটিয়ে সেঞ্চুরিও তুলে নেন এই ডানহাতি। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি নাসিরের অষ্টম সেঞ্চুরি।

এদিকে নাসিরের ১১৫ রানের দারুণ ইনিংসে ভর করেই নিজেদের প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ২৩০ রানের সম্মানজনক সংগ্রহ পায় রংপুর। এরপর বল হাতেও জ্বলে ওঠেন নাসির। মাত্র ৯.৫ ওভার বল ঘুরিয়ে তুলে নেন ৪ উইকেট। রান খরচ করেন মাত্র ২১টি। তার বলে প্রতিপক্ষ ব্যাটসম্যানরা বাউন্ডারি হাঁকিয়েছেন মাত্র ১টি।  

নাসিরের ৪ উইকেটের পাশাপাশি সোহরাওয়ার্দী শুভ ৩টি ও মাহমুদুল হাসান ২টি করে উইকেট তুলে নিলে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায় ঢাকার দ্বিতীয় ইনিংস। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৩৬৫ রান তুলেছিল ঢাকা। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিন শেষে ২ উইকেট হারিয়ে ৩৫ রান তুলেছে রংপুর। জিততে হলে এখনও ২২৯ রান করতে হবে নাসিরদের।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।