ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব পেয়ে পান্তের স্বপ্ন পূরণ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব পেয়ে পান্তের স্বপ্ন পূরণ রিষভ পান্ত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন সংস্করণের জন্য রিষভ পান্তকে অধিনায়ক করেছে দিল্লি ক্যাপিটালস। ২৩ বছর বয়সী উইকেটরক্ষক-ব্যাটসম্যান এর আগে দিল্লির রাজ্যভিত্তিক ক্রিকেটে অধিনায়কত্ব করেছেন।

 

সম্প্রতি কাঁধের চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে যাওয়া শ্রেয়াস আয়ারের পরিবর্তে দিল্লি ক্যাপিটালসের নেতা হচ্ছেন পান্ত। আসন্ন মৌসুমে আইপিএলে অধিনায়ক হিসেবে অভিষেক হবে তার।  

অধিনায়কত্ব পাওয়ার পর পান্ত বলেন, ‘দিল্লিতে, যেখানে আমি বেড়ে ওঠেছি এবং যেখানে ৬ বছর আগে আমার আইপিএল অভিযান শুরু হয়েছিল। একদিন স্বপ্ন ছিল এই দলকে নেতৃত্ব দেওয়ার এবং আজ, সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। আমি সত্যি কৃতজ্ঞ। বিশেষ করে আমাদের দলের মালিকের প্রতি। যিনি এই ভূমিকার জন্য আমাকে যোগ্য বিবেচনা করেছেন। চমৎকার কোচিং স্টাফ এবং আমার চারপাশের সিনিয়রদের প্রতিও কৃতজ্ঞ। দিল্লি ক্যাপিটালসের হয়ে নিঃসন্দেহে সেরাটা দেওয়ার জন্য আমার তর সইছে না। ’ 

পান্ত এই বছর দারুণ ছন্দে আছেন। অস্ট্রেলিয়ায় এবং ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।