ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তিন দিনে জিম্বাবুয়েকে হারাল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, মে ১, ২০২১
তিন দিনে জিম্বাবুয়েকে হারাল পাকিস্তান

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নূন্যতম প্রতিদ্বন্দ্বিতা করতে পারল না জিম্বাবুয়ে। হারারেতে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে তিন দিনেই এক ইনিংস ও ১১৬ রানে হেরেছে স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর
জিম্বাবুয়ে: ১৭৬ ও ১৩৪
পাকিস্তান: ৪২৬

শনিবার (০১ মে) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে হাসান আলীর বোলিং তোপে মাত্র ১৩৪ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। সর্বোচ্চ ৪৩ রান করেন ওপেনার তারিসা মুসাকান্দা। অধিনায়ক ব্র্যান্ডন টেইলর করেন ২৯ রান।

পাকিস্তানি পেসার হাসান আলী ৫টি উইকেট দখল করেন। দুই ইনিংস ৯ উইকেট নিয়ে ম্যাচ সেরাও হন এই ডানহাতি। দুটি উইকেট পান নোমান আলী।

এর আগে দ্বিতীয় দিন ৬ উইকেট হারিয়ে ৩৭৪ রানে শেষ করা পাকিস্তান এদিন আরও ৫২ রান যোগ করে ৪২৬ রানে অলআউট হয়। আগের দিন নিজের দশম টেস্টে চতুর্থ সেঞ্চুরি করে অপরাজিত থাকা ফাওয়াদ আলম এদিন শেষ পর্যন্ত ১৪০ করে ব্লেসিং মুজারবানির বলে আউট হন। তিনি ২০৪ বলে ২০টি চারে নিজের ইনিংস সাজান।

জিম্বাবুয়ে বোলার মুজারবানি ৪টি উইকেট দখল করেন। এছাড়া ডোনাল্ড ট্রিপানো ৩টি উইকেট পান।

আগামী ৭ মে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ০১, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।