ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

মাঠে দর্শক ঢুকে মোস্তাফিজের পায়ে ধরে সালাম!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, নভেম্বর ২০, ২০২১
মাঠে দর্শক ঢুকে মোস্তাফিজের পায়ে ধরে সালাম! ছবি: শোয়েব মিথুন

পাকিস্তানের ইনিংসের ১৪তম ওভার করতে এলেন মোস্তাফিজুর রহমান। প্রথম বল করার পরই মাঠে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়।

 

উশৃঙ্খল এক দর্শক মাঠের নিরাপত্তাবেষ্টনি পেরিয়ে সোজা ফিজের কাছে চলে যান। গিয়ে কাটার মাস্টারকে সালাম করেন।

অবশ্য মাঠে প্রবেশ করার সময় তাকে ধরতে পারেননি নিরাপত্তী কর্মীর কেউ। ভক্ত মাঠে প্রবেশ করায় বায়ো বাবোল ভেঙে গেছে। পাকিস্তান চাইলে এই খেলা এখানেই বন্ধ হতে পারতো, ডিএল মেথডে এগিয়ে ছিল পাকিস্তানই।

কিন্তু ততক্ষণে ওই অতি উৎসাহী দর্শক মাঠে ঢুকে মোস্তাফিজের পদপ্রান্তে লুটিয়ে পড়লেন। বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে চলে গেলেন মাঠের বাইরে। এরপর মুস্তাফিজের শরীর স্পর্শ করায় তিনিও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।

 বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।