ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিসিবি বলছে ব্যথা পেয়েছেন মোস্তাফিজ!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
বিসিবি বলছে ব্যথা পেয়েছেন মোস্তাফিজ! ছবি: শোয়েব মিথুন

মাঠে উশৃঙ্খল এক দর্শক এসে মোস্তাফিজুর রহমানের পায়ে ধরে বসেন। বাংলাদেশ পেসার তাকে হাত দিয়ে ধরে বারণ করেন।

শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারের সময় এই ঘটনা। সেই ওভারের প্রথম বল করার পরই এই কাণ্ড ঘটে।

পরে মোস্তাফিজকে ওভারের বাকি বল না করিয়ে মাঠ থেকে তুলে নেওয়া হয়। আপাত দৃষ্টিতে বোঝা যায় করোনার ভয়ে ফিজকে সরিয়ে নেওয়া হয়। তবে পরে বিসিবি জানায় ইনজুরির কারণেই তাকে তুলে নিয়েছে!

এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেডিক্যাল টিম জানায়, মোস্তাফিজ তার দ্বিতীয় ওভারের সময় হঠাৎ শরীরের এক পাশে ব্যথা অনুভব করায় তাকে তুলে নেওয়া হয়। তাকে কাল আবারও দেখে বোঝা যাবে যে, তৃতীয় ম্যাচে তিনি খেলতে পারবেন কিনা।

এর আগে উশৃঙ্খল সেই দর্শক মাঠের নিরাপত্তাবেষ্টনি পেরিয়ে সোজা ফিজের কাছে চলে যান। গিয়ে কাটার মাস্টারকে সালাম করেন। ভক্ত মাঠে প্রবেশ করায় বায়ো বাবোল ভেঙে যায়। পাকিস্তান চাইলে খেলা তখনই বন্ধ করতে পারতো, ডিএল মেথডে এগিয়ে ছিল পাকিস্তানই।

পরে বিসিবির নিরাপত্তাকর্মীরা তাকে ধরে নিয়ে চলে যান মাঠের বাইরে। এরপর মোস্তাফিজের শরীর স্পর্শ করায় তিনিও মাঠ ছেড়ে চলে যান ড্রেসিংরুমে। ফিল্ডিংয়ে আসেন শামীম হোসেন।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।