ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আঙুলের চোটে হাসপাতালে তাসকিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
আঙুলের চোটে হাসপাতালে তাসকিন

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে বাংলাদেশকে শেষ ওভারে গিয়ে হারায় পাকিস্তান।

এমন রুদ্বশ্বাস ম্যাচ বয়ে এনেছে আরও দুঃসংবাদ। এই ম্যাচে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।

মিরপুরে পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টুয়েন্টিতে ইনিংসের ষষ্ঠ ওভারে নিজেই বল করছিলেন। প্রথম বলে পাকিস্তান অধিনায়ক বাবর আজম স্ট্রেট ড্রাইভ করলে বল আটকানোর চেষ্টা করে আঙুলে চোট পান তিনি। তারপরই মেডিক্যাল টিমের সঙ্গে মাঠ থেকে বের হয়ে যান এই পেসার।  

চোট পাওয়ার পর অবশ্য আবারও মাঠে ফেরে বাকি ৩ ওভার বল করেন তাসকিন। তবে শঙ্কা থেকেই যায়। ম্যাচ শেষে দলের সাথে টিম হোটেলে ফেরা হয়নি এই পেসারের। অ্যাম্বুলেন্সে করে কঠোর স্বাস্থ্যবিধি মেনে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে।

আর ৩ দিন পরেই চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে গড়াবে প্রথম টেস্ট। যেখানে তাসকিনকে নিয়ে শঙ্কা রয়ে গেছে। অবশ্য বিসিবির মেডিক্যাল টিম জানিয়েছে, হাসপাতালে তাসকিনের এক্সরে করানো হবে। এরপরই বোঝা যাবে চোট কতটা গুরুতর।  

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।