ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দুই মাসব্যাপী আইপিএলের পর্দা উঠবে এপ্রিলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
দুই মাসব্যাপী আইপিএলের পর্দা উঠবে এপ্রিলে

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আসছে এবার নতুনভাবে। আইপিএলের এবারের আসর চলতে দুই মাস পর্যন্ত।

টুর্নামেন্টটি শুরু হওয়ার সম্ভাব্য তারিখ আগামী ২ এপ্রিল।  

আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায় অনুষ্ঠিত হবে এটা এখনও নির্ধারিত না হলেও বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠে অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে। তাছাড়া প্রথম ম্যাচে চেন্নাইয়ের প্রতিপক্ষ হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। গত আসরগুলোতে ৮টি করে দল থাকলেও এবারের আসরে থাকবে সর্বমোট ১০টি দল। প্রতিটি দল সাতটি হোম ম্যাচ ও সাতটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। মোট ম্যাচ হবে ৭৪ টি।

আইপিএলের ব্যাপারে সম্প্রতি বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ বলেন, 'আমি জানি আপনারা চেন্নাইকে সিএসকে কে নিজেদের মাঠে খেলতে দেখতে চান। সেই মুহূর্ত বেশি দূরে নয়। আইপিএলের ১৫তম আসর ভারতে অনুষ্ঠিত হবে। সামনে আমাদের মেগা অকশন আছে। কম্বিনেশন কেমন হবে সেটা দেখাটা দারুণ কিছুই হবে। '

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।