ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ছবিতে বৃষ্টিভেজা পিচে সাকিবের ডাইভ

শোয়েব মিথুন, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২১
ছবিতে বৃষ্টিভেজা পিচে সাকিবের ডাইভ ছবি: শোয়েব মিথুন

সকাল থেকেই মিরপুরের আকাশজুড়ে মেঘের রাজত্ব। টিপটিপ বৃষ্টি হচ্ছিল থেমে থেমে।

বেলা তিনটা বাজার পর তাই ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলার সমাপ্তি টানা হলো। গাঁটের পয়সা খরচ করে খেলা দেখতে আসা শ'খানেক দর্শক তখন পাততাড়ি গুটিয়ে গ্যালারি ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় গ্যালারি থেকেই দর্শকদের উল্লাসধ্বনি ভেসে এলো।

দিনের খেলা বাতিল হয়ে যাওয়ার আগে খেলোয়াড়রা ড্রেসিংরুমে বসে বিরক্ত হচ্ছিলেন। তাই ইনডোরে গিয়ে ব্যাটিং অনুশীলন করেন সাকিব। সেখানে গা গরম করে ফেরার পথে ত্রিপল দিয়ে ঢাকা পিচের ওপর পানি জমে থাকা দেখেই কি না সাকিবের কি মনে হলো, এক দৌড়ে দিলেন ডাইভ। আর তা  যেন ছুঁয়ে গেল দর্শকদেরও। করতালি আর উল্লাসধ্বনিতে সাকিবকে উৎসাহ দিলেন তারা। ত্রিপলের ওপর বিশ্বসেরা অলরাউন্ডারের সেই ডাইভ দেওয়ার মুহূর্তগুলো বন্দি হলো বাংলানিউজের ক্যামেরায়।

ইনডোরে ব্যাটিং অনুশীলন শেষে বৃষ্টিভেজা মাঠের দিকে চোখ যায় সাকিবের।  সঙ্গে সঙ্গে খালি পায়ে নেমে যান সাকিব।  নজর ত্রিপলে ঢাকা পিচের দিকে।

জুতো খুলে বেশ তৈরি হয়েই পিচের দিকে এগিয়ে যাচ্ছেন সাকিব।

হঠাৎ পিচের দিকে দে ছুট সাকিবের!

এক দৌড়ে ছুটে এসেই ত্রিপলে ঢাকা পিচের ওপর নিজেকে সমর্পণ করেন বাঁহাতি অলরাউন্ডার।

দু'হাত প্রশস্ত করে শরীর হাওয়ায় ভাসিয়ে পিচের ওপর ছেড়ে দেন সাকিব।

ত্রিপলের ওপর জমা পানিতে ডাইভ দেন তিনি।  একেবারের শৈশবে ফিরে যাওয়া যাকে বলে।

বৃষ্টির পানিতে ডাইভ দিতেই সাকিবের মুখে যেন শৈশবসুলভ হাসি ভেসে ওঠে।

হাসতে হাসতেই ডাইভ দেন সাকিব।
 
ডাইভ দিতেই সাকিবের পুরো শরীর ভিজে গেল বৃষ্টির পানিতে।

ডাইভ শেষে হাসিমুখে পিচ ছেড়ে ওঠে আসেন সাকিব।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।