ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতে ত্রিদলীয় সিরিজের শিরোপা জিতল যুবারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২১
ভারতে ত্রিদলীয় সিরিজের শিরোপা জিতল যুবারা

ভারতের মাটিতে তাদের দলকে হারিয়ে ত্রিদলীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতে নিল বাংলাদেশ। কলকাতায় টুর্নামেন্টটির ফাইনাল ম্যাচে ভারতের অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলকে ১৮১ রানের বিশাল ব্যবধানে হারায় টাইগার যুবারা।

কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪২ ওভারে ২৩৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের হয়ে ৯১ বলে ২ ছয় ও ১০ চারে সর্বোচ্চ ৯৩ রান করেন আইচ মোল্লাহ। এছাড়া মোহাম্মদ আশিকুর জামান ৫৮ বলে ৫০ ও প্রান্তিক নওরোজ নাবিল ২৫ বলে ২৮ রান করেন। ভারতের হয়ে ধানুশ গৌদা সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেন।

বিশাল লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে দলীয় ৪ রানেই প্রথম উইকেট হারিয়ে বসে ভারত। ৫ রানের মধ্যে বাংলাদেশ তুলে নেয় আরও দুটি উইকেট। টাইগারদের অগ্নিঝরা বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা। ফলে ২১.৩ ওভারেই মাত্র ৫৩ রানে গুটিয়ে যায় ভারত অনূর্ধ্ব-১৯ ‘বি’ দলের ইনিংস। দলের পক্ষে দুই অঙ্কের রানের দেখা পান মাত্র দুজন। সর্বোচ্চ ২৬ রান করেন উদয় সাহারন। আর ১১ রান করেন কুশল তাম্বে।

বাংলাদেশের হয়ে নাইমুর রহমান নয়ন সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন। তাছাড়া এস এম মেহরব হোসেন ও আশিকুর জামান দুটি করে উইকেট তুলে নেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।