ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

ক্রিকেট

আমি বিশ্বাস করি না খারাপ সময়ে আছি: মুমিনুল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৫, মে ১৪, ২০২২
আমি বিশ্বাস করি না খারাপ সময়ে আছি: মুমিনুল

০, ২, ৬, ৫- বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের সর্বশেষ চার ইনিংসের রানের সংখ্যা। শেষ সেঞ্চুরিটা তিনি পেয়েছিলেন এক বছরেরও বেশি সময় আগে শ্রীলঙ্কার মাটিতে।

এরপর মাত্র দু'বার ইনিংসে পঞ্চাশ ছাড়াতে পেরেছেন এই বাঁহাতি ব্যাটার।

দক্ষিণ আফ্রিকায় সর্বশেষ সিরিজে দলের ভরাডুবির সঙ্গে চোখে লেগেছে মুমিনুলের রানের সংখ্যা আর আউটের ধরন। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে জোর গলাতেই অধিনায়ক জানালেন, খারাপ সময়ের মধ্যে নেই তিনি।  

মুমিনুল বলেছেন, ‘আমি বিশ্বাস করি না আমি ব্যাড প্যাচের মধ্যে আছি। যদি বিশ্বাস করি তাহলে এটা থেকে বের হতে পারব না। আমার কাছে মনে হয় আমরা যেভাবে প্রস্তুতি নিচ্ছি, দলের ওপর অনেক আত্মবিশ্বাসী। সবাই সবার সেরা পারফরম্যান্স দেখাতে পারবে ইনশাআল্লাহ্‌। ’

নিজের পারফরম্যান্স দলে খুব বড় প্রভাব রাখে বলেও মনে করেন না মুমিনুল, ‘আমি ভালো খেললে জয়ের সম্ভাবনা বাড়বে এটা আমার কাছে কোনোভাবেই মনে হয় না। তাহলে অন্য খেলোয়াড়রা কী? শুধু আমার পারফরম্যান্স কোনো ম্যাটার করে না। ’

টেস্টে প্রায়ই চার বোলার নিয়ে খেলতে নামে বাংলাদেশ। এক বোলারের ঘাটতি পূরণে হাত ঘুরাতে হয় তুলনামূলক অনিয়মিতদের। আগের দিন সংবাদ সম্মেলনে এসে হেড কোচ রাসেল ডমিঙ্গো বলেছিলেন, বল করতে পারেন মুমিনুলও। এবার তিনি জানালেন, অনুশীলন করার কথা।

মুমিনুল বলেছেন, ‘হ্যাঁ করছি (অনুশীলন) ইনশাআল্লাহ্‌। আজকে অনেকক্ষণ বল করলাম। আমি চেষ্টা করছি। নিজেকে তৈরি করছি ইনশাআল্লাহ্‌। যেহেতু কোচ বলেছেন, অবশ্যই করতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, মে ১৪, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।