চট্টগামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ব্যাটিংবান্ধব উইকেটেও প্রথম সেশনে তেমন একটা সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কা। তরুণ অফ স্পিনার নাঈম হাসানের জোড়া আঘাতে লঙ্কানদের লাগাম টেনে ধরেছে টাইগাররা।
ঘরের মাঠ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নিজেকে এর আগেও প্রমান করেছেন নাঈম। এবারও সেই সুযোগ শুরু থেকেই কাজা লাগাতে চেস্টা করছেন। দুই ওপেনারকে ফিরিয়ে আশা জানিয়েছেন এই তরুন।
গত বছরের ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ খেলেছিলেন নাইম। সেই সিরিজের দুই ম্যাচেই আঙুলে চিড় নিয়ে খেলেছিলেন তিনি, যে কারণে বোলিংটাও তেমন ভালো হয়নি। তাই বাদ পড়ে যান পরের সিরিজ থেকেই, ফিরতে পারেননি গত ১৪ মাসেও। অবশেষে নিজের চেনা আঙিনায় ফিরেই প্রথম সেশনটা বাংলাদেশের করে দিয়েছেন নাইম।
দিনের প্রথম সেশন শেষে ২৪ ওভারের মধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা। দুই ওপেনারকে হারিয়ে প্রথম সেশনে লঙ্কানদের সংগ্রহ ৭৩ রান। নাঈম একাই নিয়েছেন উইকেট দুইটি। পাশাপাশি শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, তাইজুল ইসলামরাও করেছেন মিতব্যায়ী বোলিং।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, ১৫ মে ২০২২
এআর