ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

৫ উইকেট নেওয়ার সংকল্পই সেরা করেছে শিহাবকে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩১, জুন ১৩, ২০২২
৫ উইকেট নেওয়ার সংকল্পই সেরা করেছে শিহাবকে শাইখ ইমতিয়াজ শিহাব/ছবি: শোয়েব মিথুন

প্রতি ম্যাচেই কি পাঁচ উইকেট নেওয়া সম্ভব? কিন্তু শাইখ ইমতিয়াজ শিহাবের সংকল্পটা ছিল এমনই। পেরেছে কি না, এমন প্রশ্নের উত্তর নিশ্চয়ই জানার ইচ্ছে হচ্ছে।

সব ম্যাচে না পারলেও শিহাব পাঁচ উইকেট নিয়েছে স্কুল ক্রিকেটের ১০ ম্যাচের ৪টিতে।

ফাইনাল, টুর্নামেন্ট সেরার সঙ্গে সর্বোচ্চ উইকেট শিকারের পুরস্কারটা ঘরে তুলেছে শিহাব। চ্যাম্পিয়ন দলের অধিনায়কত্বও করেছে সে। সব মিলিয়ে স্বপ্নের মতো টুর্নামেন্ট কেটেছে তার।

ম্যাচশেষে শিহাব তাই গণমাধ্যম কর্মীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতেই থাকলো, কেড়ে নিল সব আলো। একের পর এক সাক্ষাৎকার দেওয়ার ফাঁকে শোনালো নিজের স্বপ্নের কথা, কীভাবে লেগ স্পিনের শুরু জানালো সেটি।

শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের মাঠে দাঁড়িয়ে শিহাব বললো, ‘আলহামদুলিল্লাহ ভালো লাগছে। শুরু থেকেই লক্ষ্য ছিলো সর্বোচ্চ উইকেটশিকারি হবো। আমার মিশন ছিলো প্রতিটি ম্যাচে পাঁচ উইকেট নেবো, প্রতি ম্যাচে ম্যাচসেরা হবো, প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেবো। আলহামদুলিল্লাহ আমি পেরেছি। ’

‘ছোটবেলা থেকেই আমার ইচ্ছা আমি একজন বড় মানের লেগ স্পিনার হবো। লেগ স্পিনের ক্ষেত্রে রশিদ খানকে অনুসরণ করি আমি। এখন পর্যন্ত লেগ স্পিনের চারটি বিষয় আমি আয়ত্ব করতে পেরেছি- লেগ স্পিন, গুগলি, টপ স্পিন ও স্লাইডার। এগুলো নিয়েই কাজ করছি। ’

রংপুর শিশুনিকেতন স্কুলের এই শিক্ষার্থী জানালো নিজের সবচেয়ে বড় স্বপ্নের কথাও, ‘চেষ্টা থাকবে অবশ্যই জাতীয় দলে খেলার। বাংলাদেশ দলে যেহেতু লেগ স্পিনার নাই, আমি নিজেকে সেভাবেই তৈরি করতে চাচ্ছি। আমি ওই গতিতেই এগোতে চাই, যেটা আমার এখন আছে। আমি আরও ভালো করতে চাই। ’

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৩, ২০২২ 
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।