ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

টস হারলেন সাকিব, নামতে হবে ব্যাটিংয়ে

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৮, জুন ১৬, ২০২২
টস হারলেন সাকিব, নামতে হবে ব্যাটিংয়ে

এর আগেও দুই দফায় পেয়েছেন নেতৃত্ব। সাকিব আল হাসান এবার শুরু করলেন নতুন করে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে তৃতীয় দফায় অধিনায়কত্ব শুরু করছেন সাকিব।  

বাংলাদেশ সময় রাত আটটায় অ্যান্টিগায় শুরু হচ্ছে প্রথম টেস্ট। এই ম্যাচে টস হেরে গেছে বাংলাদেশ। শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।  

ওয়েস্ট ইন্ডিজের এখন অবধি ১৮ ম্যাচ খেলেছে টাইগাররা, যার ১২টিতেই হারতে হয়েছে। জয় এসেছে কেবল চার ম্যাচে। তবে ক্যারিবীয়ানদের তাদের মাটিতেই ২০০৯ সালে হারিয়ে প্রথমবারের মতো বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জেতার স্বাদ পেয়েছিল বাংলাদেশ।

এবারও তেমন কিছু পুনরাবৃত্তি করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। মুমিনুল হকের কাছ থেকে নেতৃত্ব তুলে দেওয়া হয়েছে সাকিব আল হাসানের কাঁধে। প্রথম সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, ‘সবাইকে ভুল প্রমাণ করতে চান’ এই সিরিজে।  

বাংলাদেশ সময় : ১৭৪৩, জুন ১৬, ২০২২
এমএইচবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।