ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

কোচ-অধিনায়ক দুইটাই আমি হলে তো সমস্যা : সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৪, জুন ১৯, ২০২২
কোচ-অধিনায়ক দুইটাই আমি হলে তো সমস্যা : সাকিব

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আরও একবার ফুটে ওঠেছে বাংলাদেশের ব্যাটিংয়ের হতশ্রী দশা। প্রথশ ইনিংসে ডাক মেরেছিলেন ৬ ব্যাটার, দলীয় সংগ্রহ ছিল কেবল ১০৩ রান।

দ্বিতীয় ইনিংসে ২৪৫ রান করলেও তাতে বড় অবদান সাকিব আল হাসান ও নুরুল হাসান সোহানের ফিফটির।  

ম্যাচেও শেষ অবধি বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। দুই ইনিংসেই ব্যাটাররা ক্যাচ তুলে দিয়েছেন উইকেটের পেছনে। ম্যাচশেষে অধিনায়ক সাকিবের কাছে প্রশ্ন, বাংলাদেশের ব্যাটারদের সমস্যাটা কী টেকনিক্যালও?

তার জবাব, ‘টেকনিক্যালিও অনেক সমস্যা আছে। টেকনিক্যালি সাউন্ড এমন খেলোয়াড় খুব বেশি আছে আমাদের, তা মনে হয় না। আমাদের দলের যারা আছে সবারই টেকনিক্যাল সমস্যা আছে। কিন্তু তাদের উপায় খুঁজে বের করতে হবে কীভাবে রান করতে হবে ক্রিজে থাকতে হবে। ’

‘এটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা যার যার ব্যক্তিগতভাবে আনা সম্ভব। এটা কাউকে বলে দিয়ে কাজ হবে বলে আমার মনে হয় না। সুতরাং এটা ব্যক্তিগতভাবে সবাইকে দায়িত্ব নিতে হবে কীভাবে সে রানে ফিরতে পারে বা ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে পারে। ’

কয়েকদিন আগেই সাকিব নেতৃত্ব পেয়েছেন মুমিনুল হকের কাছ থেকে। অ্যান্টিগা টেস্টই ছিল তার প্রথম মিশন। ব্যাটারদের সঙ্গে কি সাকিব টেকনিক্যাল বিষয় নিয়েও কথা বলেছেন? এই অলরাউন্ডার এমন প্রশ্নে যেন একটু বিরক্তই হলেন! 

তিনি বলেছেন, ‘দেখেন এটা তো আসলে আমার খুব বেশি আলোচনার বিষয় না। কোচেরই আলোচনা করার বিষয়। এখন আমি যদি কোচিংও করি, অধিনায়কত্বও করি তাহলে তো সমস্যা। আমার কাজ যতটুকু ততটুকুতে থাকা আমার মনে হয় ভালো। আমার দায়িত্ব যতটুকু, ততটুকু পালন করার চেষ্টা করবো। বাকি যার যে কাজ তা তাদের জায়গা থেকে করলে সবার জন্য কাজটা সহজ হবে। ’

বাংলাদেশ সময় : ২১২৪, জুন ১৯, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।