ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

ক্রিকেট

এ বছর টেস্টে অপরাজিত থাকতে চায় উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৫, জুন ২০, ২০২২
এ বছর টেস্টে অপরাজিত থাকতে চায় উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছে উইন্ডিজ (ওয়েস্ট ইন্ডিজ)। এমন জয়ে শিষ্যদের ওপর খুব খুশি দলটির প্রধান কোচ ফিল সিমন্স।

তার চাওয়া, এ বছর টেস্টে অপরাজিত থাকুক ক্যারিবীয়রা।

অ্যান্টিগা টেস্ট শেষে সিমন্স বলেন, 'গত বছর (২০২১) আমরা একইভাবে শুরু করেছিলাম। সেবার বাংলাদেশে দুই জয়ের পর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ড্র। আমি চাই এ বছর ৫ টেস্টের সবগুলোতে অপরাজিত থাকতে। এটা আমাদের জন্য দারুণ হবে। ছেলেরা যা করছে তাতে আরও বেশি আত্মবিশ্বাস অর্জন করছে। '

সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে উইন্ডিজ। আগামী শুক্রবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জুন ২০, ২০২২
এমএইচএম  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।