ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৬ ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
৬ ভেন্যুতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ ম্যাচ বাংলাদেশের

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। চলতি বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিতব্য এই সিরিজ সাজানো হয়েছে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে।

 

২০২২–২৩ মৌসুমে ঘরের মাঠে পুরুষ ও নারী দলের ক্রিকেট সূচি মঙ্গলবার (২৮ জুন) প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সেখানে উল্লেখ করা হয়েছে সিরিজের তারিখ ও ভেন্যু।

সিরিজের তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টির ৬টি ম্যাচ অনুষ্ঠিত হবে আলাদা ৬টি ভেন্যুতে। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে ২ ডিসেম্বর হবে প্রথম টি-টোয়েন্টি। ডানেডিনের ইউনিভার্সিটি অব ওটাগো ওভালে ৪ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচ, কুইন্সটাউনের জন ডেভিস ওভালে ৭ ডিসেম্বর হবে তৃতীয় ম্যাচ।

এরপর ১১ ডিসেম্বর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।  প্রথম ম্যাচ হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে। ১৪ ডিসেম্বর নেপিয়ারের ম্যাকলিন পার্কে দ্বিতীয় ও ১৮ ডিসেম্বর হ্যামিল্টনের সেডন পার্কে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।  

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ আইসিসি উইমেন'স চ্যাম্পিয়নশিপের অংশ। এই চ্যাম্পিয়নশিপেও বাংলাদেশ প্রথমবার খেলছে।  

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ২৮, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।