ঢাকা, শুক্রবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

ক্রিকেট

ভেজা মাঠ, তাই টস হতে দেরি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১১, জুলাই ৭, ২০২২
ভেজা মাঠ, তাই টস হতে দেরি

প্রথম ম্যাচ ভেসে গিয়েছিল বৃষ্টিতে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যায় ৩৫ রানে।

এবার গায়েনায় শুরু হচ্ছে তৃতীয় ম্যাচ।

সিরিজে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। কিন্তু ম্যাচটিতে হানা দিয়েছে বৃষ্টি।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা ম্যাচটির। কিন্তু টসের সময় পেরিয়ে গেলেও এখনও অনুষ্ঠিত হতে পারেনি সেটি।  

যদিও এখন গায়ানায় বৃষ্টি নেই। যে উইকেটে খেলা হবে, সেটিও প্রস্তুত। কিন্তু আউটফিল্ড ভেজা থাকায় খেলা শুরু হতে দেরি হচ্ছে।  

কিছুক্ষণের মধ্যেই পর্যবেক্ষণে নামবেন আম্পায়াররা। এরপরই জানা যাবে, কখন বা আদৌ ওভার কমিয়ে ম্যাচ শুরু হবে কি না।  

বাংলাদেশ সময় : ২৩১৪, জুলাই ৭, ২০২২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।