ঢাকা, সোমবার, ৪ কার্তিক ১৪৩২, ২০ অক্টোবর ২০২৫, ২৭ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

পাওয়ার-প্লের ভেতরই ফিরে গেলেন বিজয়-সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, জুলাই ৮, ২০২২
পাওয়ার-প্লের ভেতরই ফিরে গেলেন বিজয়-সাকিব

আগের দুই ম্যাচেই শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। তৃতীয় টি-টোয়েন্টিতে তাই উদ্বোধনী জুটিতে ধীরস্থির শুরু করলেন এনামুল হক বিজয় ও লিটন দাস।

কিন্তু ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারলেন না, পাওয়ার প্লের ভেতরই সাজঘরে ফেরত গেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানায় তৃতীয় টি-টোয়েন্টিতে পাওয়ার প্লের ছয় ওভারের ২ উইকেট হারিয়ে ৪৪ রান তুলেছে বাংলাদেশ। লিটন দাস ২২ ও আফিফ অপরাজিত আছেন ১ রানে। মাঝে ফিরে গেছেন সাকিব আল হাসান।  

টস হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে দেখেশুনে খেলতে থাকেন বিজয় ও লিটন। প্রথম বাউন্ডারি আসে ইনিংসের তৃতীয় ওভারে। কাইল মেয়ার্সের বলে দলের হয়ে প্রথম বাউন্ডারি হাঁকান লিটন।

এরপর কিছুটা আক্রমণাত্মক মনোভাব দেখা যায় বিজয়ের মধ্যেও। ওডিন স্মিথের করা ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই চারও হাঁকিয়েছিলেন তিনি। কিন্তু এক বল পরই কিছুটা খাটো লেন্থের বল মিডউইকেটের ওপর দিয়ে মারতে গিয়ে থার্ড ম্যানে দাঁড়ানো আকিল হোসেনের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ১১ বলে ১০ রান আসে বিজয়ের ব্যাটে।  

এরপর ক্রিজে এসে প্রথম বলেই বাউন্ডারি হাঁকান সাকিব আল হাসান। ওরকম আক্রমণাত্মক শট খেলতে গিয়েই নিজের খেলা তৃতীয় বলে উইকেট দেন তিনি। রোমারিও শেফার্ডের বল উড়িয়ে মারতে গিয়ে ঠিকঠাক ব্যাটে লাগাতে পারেননি সাকিব। দারুণ এক ক্যাচ নেন স্মিথ। ৩ বলে ৫ রান করে আউট হন সাকিব।  

বাংলাদেশ সময় : ১২৩৫, জুলাই ৮, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।