ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দীর্ঘদিন পর বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
দীর্ঘদিন পর বিশ্বকাপে ফিরল জিম্বাবুয়ে

একসময় ক্রিকেট বিশ্বে বড় দলগুলোর পাশে নাম থাকতে যে দলটির, সেই দলটিই ফর্ম খরায় ধুঁকছে। দীর্ঘদিন ধরে বৈশ্বিক কোনো আসরে নাম লেখাতে পারেনি দলটি।

তবে এবার পেরেছে। ২০১৬ সালের পর প্রথম কোনো বিশ্ব আসরে খেলা নিশ্চিত করেছে জিম্বাবুয়ে।

শুক্রবার (১৫ জুলাই) বিশ্বকাপ বাছাইয়ের সেমি ফাইনালে পাপুয়া নিউগিনিকে ২৭ রানে হারিয়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করে জিম্বাবুয়ে। দিনের আরেক ম্যাচে যুক্তরাষ্ট্রের প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার স্বপ্ন গুঁড়িয়ে ৭ উইকেটের জয়ে জিম্বাবুয়ের সঙ্গি হয় নেদারল্যান্ডস।  

অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের নাম রাখা হয়েছে গ্লোবাল কোয়ালিফায়ার। যেখান থেকে গত ফেব্রুয়ারিতে প্রাথমিক পর্বে খেলা নিশ্চিত করে সংযুক্ত আরব আমিরাত ও আয়ারল‍্যান্ড। বাকিটা মাঠে গড়ায় ১১ জুলাই; জিম্বাবুয়েতে। রোববার (১৭ জুলাই) আট দলের এই টুর্নামেন্টের ফাইনালে খেলবে জিম্বাবুয়ে ও নেদারল‍্যান্ডস।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।