ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিজয়কে খেলানো নিয়ে এখনো নিশ্চিত নন ডমিঙ্গো

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
বিজয়কে খেলানো নিয়ে এখনো নিশ্চিত নন ডমিঙ্গো

দ্বিতীয় ওয়ানডের পর তামিম ইকবাল জানিয়েছিলেন, শেষ ম্যাচে পরীক্ষা চালাতে চান তিনি। প্রয়োজনে নিজেও থাকবেন একাদশের বাইরে।

তাতে সম্ভাবনা বেড়েছিল এনামুল হক বিজয়ের খেলার।

ঢাকা প্রিমিয়ার লিগে ওয়ানডে ফরম্যাটে এক হাজারের উপর রান করে সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। অথচ টেস্ট ও টি-টোয়েন্টি খেলে ফেললেও এখনও ওয়ানডেতেই সুযোগ পাননি বিজয়। এক ম্যাচ আগেই সিরিজ জেতা বাংলাদেশ শেষটিতে কি তাকে খেলাবে?

জবাবে ডমিঙ্গো বলেছেন, ‘আমি বিজয়কে খেলাতে চাই। কিন্তু সে ডানহাতি। ওদের বোলিং লাইনআপের বিপক্ষে আমাদের প্রয়োজন বাঁহাতি। ওয়ানডেতে অনেক দিন সে কোনো ম্যাচ খেলেনি। কিন্তু সে ডানহাতি। আমি চাই যত বেশি সম্ভব বাঁহাতি থাকুক। তাই এখনো নিশ্চিত না। ’

‘বিজয় ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার লিগ) দুর্দান্ত খেলেছে। সে স্কোয়াডেও জায়গা করে নিয়েছে। তবে কোচ হিসেবে আমি সৎ থাকতে চাই। আগে থেকে যারা আছে তারা আগে একাদশে সুযোগ পাওয়ার দাবিদার। যারা পরে এসেছে তাদের অপেক্ষা করতে হবে। ইয়াসির রাব্বি দলের সাথে অনেক দিন ছিল। এরপর সে একাদশে সুযোগ পেয়েছে, এখন একাদশের ভাবনায় সে আছে। ’

আগের ম্যাচে খেলতে না পারা তাসকিনেরও এই ম্যাচে খুব একটা সুযোগ দেখছেন না ডমিঙ্গো। তিনি বলেছেন, ‘পিচ দেখে মনে হচ্ছে বাড়তি স্পিনার খেলানো ভালো। তাই নতুন ফাস্ট বোলার কাউকে সুযোগ দেওয়া কঠিন। তাই হয়তো একজন স্পিনার আনা হবে। ’

‘তাসকিন একটু দুর্ভাগা কন্ডিশনের কারণে। আমরা এখন দুজন বাঁহাতি পেসার খেলাচ্ছি। ডানহাতি পেসারের চেয়ে এক্ষেত্রে ওরা বেশি কার্যকরী। এই ফরম্যাটে তাসকিন দুর্দান্ত। কন্ডিশনের কারণে দুর্ভাগ্য বরণ করতে হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।