ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে অবসরের কথাকে ‘স্লিপ অব টাং’ বলছেন তামিম

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
ওয়ানডে অবসরের কথাকে ‘স্লিপ অব টাং’ বলছেন তামিম

টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা শেষ অবধি দিয়েই দিয়েছেন তামিম ইকবাল। শনিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে আনুষ্ঠানিকভাবে অবসরের কথা জানান তিনি।

তার অধীনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচশেষে তামিম জানিয়েছিলেন, ২০২৩ বিশ্বকাপই শেষ হতে যাচ্ছে তাদের চারজন ক্রিকেটারের। কারো নাম অবশ্য উল্লেখ করেননি তামিম। তবে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করার পর তিনি জানালেন, ২০২৩ বিশ্বকাপেই থামার ইচ্ছে নেই তার।

তামিম বলেছেন, ‘একটা জিনিস স্পষ্ট করে দিতে চাই। গত প্রেজেন্টেশনে বলেছিলাম- আমাদের ৪ জনের সম্ভবত ইতি ঘটবে ২০২৩ বিশ্বকাপে। এটা আসলে ‘স্লিপ অব টাং’ ছিল। আমি বলতে চেয়েছিলাম এটা আমাদের ৩ জনের শেষ বিশ্বকাপ হতে পারে। বাকিরা কখন শেষ করবে, কতদিন বলবে এটা তো তাদের ওপর। আমারও ইচ্ছা আছে (আরও খেলার)। অনেক সময় বিতর্ক হয়ে যায়, তাই পরিস্কার করলাম। ’

আসন্ন বিশ্বকাপ যে বাংলাদেশ জিততে যাবে সেটি জানিয়ে তামিম বলেছেন, ‘আমাদের লক্ষ্য ২০২৩ বিশ্বকাপ (জয়), কোনো সন্দেহ নেই। ওই প্রক্রিয়াতেই আমরা আছি। আমি খুব সামনে তাকাতে চাই না। কী হয় না হয়, কে ইনজুরিতে পড়ে, কে না থাকে দলে। ’

‘কোন কম্বিনেশনে আপনি খেলবেন, গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলে আপনি এই কম্বিনেশনে এগোতে পারবেন কি না এসব ধারণা অল্প অল্প আসা শুরু হয়েছে। দল পুরো প্রস্তুত আমি এটা বলব না। তবে আমরা ধারণা পাচ্ছি। ’

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।