ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোনো ব্যক্তি বা নাম নয়, বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
কোনো ব্যক্তি বা নাম নয়, বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ

বাংলাদেশ ক্রিকেটের নতুন যুগে পা দেওয়ার সুর। জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টিতে পাঠানো হচ্ছে তারুণ্য নির্ভর দল।

এর আগে রাজধানীর পাঁচ তারকা হোটেলে হলো দুই ফরম্যাটের ক্রিকেটারদের মিলনমেলা।  

টি-টোয়েন্টি থেকে আপাতত সরিয়ে দেওয়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ যেমন থাকলেন, থাকলেন এই ফরম্যাট থেকে অবসর নেওয়া তামিম ইকবালও। তারা অবশ্য এসেছিলেন ওয়ানডে দলে থাকায়।

ছোটখাটো একটা মিলনমেলাই হলো রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে। তামিম ইকবাল ব্যস্ত হলেন ভাই নাফিজ ইকবালের সঙ্গে। তাইজুল ইসলাম আবার এলেন ছোট্ট মেয়ে আর স্ত্রীকে নিয়ে। মধ্যাহ্নভোজের পর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বললেন, দেশের ক্রিকেটাররাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। জানালেন, ক্রিকেটারদের দেওয়া হয়েছে ভয়ডরহীন থাকা ও একসঙ্গে লড়ার বার্তা।

বাংলাদেশ ক্রিকেট পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে কি না এমন প্রশ্নের জবাবে সুজন বলেছেন, ‘আমি সবার আগেই বলেছি বাংলাদেশ ক্রিকেট গুরুত্বপূর্ণ। কোন ব্যক্তি, কোন নাম, কোন কিছুই গুরুত্বপূর্ণ না। আমরা চাই বাংলাদেশ টি-টোয়েন্টিতে ভালো করি, বোর্ড চায়...আমরা এই ফরম্যাটটা ভালো খেলছি না। এই ফরম্যাটে সময় এসেছে আমরা অন্য কিছু করতে পারি কি না। ’

ক্রিকেটারদের পেশাদারিত্বের বার্তা দিয়েছেন জানিয়ে সুজন বলেছেন, ‘আমার মনে হয় এটা অনেকের ব্যক্তিগত ব্যাপার। আমি এসব স্পর্শ করতে পারি না। কিন্তু আজকে ছেলেদের একটা পরিষ্কার বার্তা দিয়েছি যে পেশাদারিত্ব তৈরি করতে। আমাদের পেশাদার হতে হবে। আমাদের ক্রিকেট সংস্কৃতি তৈরি করতে হবে। ’

‘হ্যাঁ, আমাদের অনেকের মন খারাপ হতে পারে। বাদ পড়লে মন খারাপ হবে স্বাভাবিক। দলে ঢুকলে মন খুশি হয়। ভালো খেললে ভালো লাগে, খারাপ খেললে খারাপ লাগে। ক্রিকেট একটা সাইকোলোজিক্যাল গেম, এখানে সবচেয়ে বেশি মেন্টাল প্রেশারটা আসে। আমরা কেন ভালো খেলি না? মেন্টাল টাফনেসের কারণেইতো এমন হয়? আমার কথা হচ্ছে যতদিন পর্যন্ত এসব সংস্কৃতি আমরা তৈরি করতে পারবো না ততদিন পর্যন্ত ভালো একটা দল হয়ে উঠতে পারবো না। ’

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।